আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৮০১১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম , দুঃখিত একাধিক প্রশ্ন করবার জন্য। আমি ৪ টা প্রশ্ন করবো ।
১। একবার আমি মসজিদে জামাতে নামাজ পড়ছিলাম , আমার সামনে একজন নামাজ পড়ছিল , আমি যথাসম্ভব সরে সরে সিজদা দিচ্ছিলাম। কিন্তু সিজদা থেকে মাথা তুলে দেখি আমি যেখানে সিজদা করছি ঠিক তার সামনেই তার পা , এখন এতে কি শিরক হবে?
২। দ্বিতীয় প্রশ্ন হলো , প্রবৃত্তির অনুসরণ করলে তো কবিরা গুনাহ হতে পারে , কিন্তু শিরক কি হয়?
৩। তৃতীয় প্রশ্ন আমার অনেক সময় সাধারণ সাধারণ কাজ করলে কেনো জানি আমার মন বলে উঠে যে শিরক করছি , নাউজুবিল্লাহ । এখন প্রশ্ন হলো কি শিরক নিয়েও ওয়াসওয়াসা দেয়?
৪। বাসায় doorbell রাখা কি জায়েজ? আমাদের বাসার doorbell তিমি মাছ এবং প্রজাপতির আকৃতির ।
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ইফতা বিভাগ
১৪ আগস্ট, ২০২১
ঢাকা