আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৭৫২৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, السلام عليكم
আমার প্রশ্নটা হলো:
একজন বলেছেন, সারা পৃথিবীতে নাকি একজন গাউস থাকেন এবং পৃথিবীর প্রত্যেক এলাকায় একজন কুতুব থাকেন। তাঁরা না থাকলে নাকি জ্বীনেরা মানুষ এর উপর রাজত্ব কায়েম করত। একজন কুতুব মারা যাওয়ার সাথে সাথে নাকি গাউস আরেকজন কে তাঁর কাজে লাগিয়ে দেয়। তারপর আমি উনাকে প্রশ্ন করলাম ,
কিভাবে এত তাড়াতাড়ি অন্য লোককে কাজে নিয়োজিত করে। তখন তিনি বললেন , আল্লাহু তাঁদের পথ ছোট করে দেন। তখন উদাহরণ হিসেবে বললেন, মনে করো গাজীপুর থেকে পাকিস্তানের একটি শহরে কোনো কুতুব মারা গেছেন । তখন আল্লাহ তাঁদের পথ এতো ছোট করে দেন যে, তাঁরা এক পাতে গাজীপুর আরেক পাতে পাকিস্তান। উপরোক্ত কথাগুলো কি সঠিক?
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
২৫ জুলাই, ২০২১
ঢাকা ১২১২
#৭৪০১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আসসালামু আলাইকুম।
আমি গ্রামে গিয়ে দেখেছি আমার দাদুমনির অবস্থা অনেক বেশি খারাপ। উনার যে পরিমান খাবার আর সেবা দরকার তার কিছুই উনি পাচ্ছেন না। তার উপর উনার সাথে অনেক খারাপ আচরন করা হয়, উনার বিরুদ্ধে মিথ্যে বলে বলে উনার ছেলেদের মন উঠিয়ে নিচ্ছে। আমার চাচারাও উনাদের বিবিগনের কথায় সত্য বলে ধরে নেন। উনারা সকলেই দেশের বাহিরে থাকেন।

আমি যা দেখে এসেছি এই সত্য গুলো যদি বাবাদের জানায় তবে উনারা দাদুর অন্য কোনো ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ যা আমার দাদুর জন্যে অনেক বেশি দরকার।

এই অবস্থায় কি আমি বাবাদের এসব জানাতে পারব? এতে কি গীবত হয়ে সম্পর্ক নষ্ট হতে পারে??
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ইফতা বিভাগ
১৭ জুলাই, ২০২১
চট্টগ্রাম
#৭২৭৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১. আমি বেশ কয়েকমাস ধরে শারিরিক বিভিন্ন সমস্যায় ছিলাম। রাতে খুব ভয় হতো। ভয়ংকর স্বপ্ন দেখতাম। ডাক্তার কোন অসুখ পায়নি। তবুও সবসময় অসুস্থ থাকতাম। গত পরশু আমার মা এক হুজুরের কাছে গিয়েছিল। হুজুর বলেছেন আমার সাথে জ্বিন আছে। আমার নিজেরও অনেকবার এটা মনে হতো। হুজুর আমাকে ২ টা তাবিজ দিয়েছেন যা গতকাল থেকে ব্যবহার করছি। আল্লাহর রহমতে আজ আমি অনেকটা সুস্থ বোধ করছি। আমার প্রশ্ন হলো এই তাবিজ ব্যবহারে কি কোন সমস্যা বা শিরকের মধ্যে পড়বে?

২. আমি এই এপের সকাল সন্ধ্যার দোয়া, রাতে আয়াতুল কুরসি, তিন কুল, সব অনেক পড়তাম। কিন্তু তারপরও ঠিক হচ্ছিলাম না। তাবিজের বিশ্বাসের চেয়ে আমি এটা ভেবে ব্যবহার করছি যে, আল্লাহ এর উসিলায় যেন আমাকে সুস্থ করে দেন। কিন্তু তারপরও মনে সন্দেহ লাগে শিরক হচ্ছে কি না। তাবিজ ব্যবহার করা কি নিষেধ? যদি তাই হয়, দয়া করে বাংলায় রেফারেন্স সহ জানাবেন।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
১৭ জুলাই, ২০২১
টঙ্গী