আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৫৮৫৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি এটা ফেস করছি।আমার ভাই মা বাবা বার বার বলে সে তাদের অপমান করে। কথা শুনে না।ওও নিমোকহারামের মত খায় দায় অপমান করে। বাপ মার থেকে বন্ধুর মূল্য বেশি। এখন তারা কি করবে?কথা বললে শুনে না। কোথায় যাও এটাও বলা যাবে না।রাত ৯ঃ৩০ বাজে বাসায় কেন আসলা জিজ্ঞেস করা যাবে না।শুধু টাকা দিতে হবে। মুরগি, গরু আর গোশত খাওয়াতে হবে ভালো মন্দ দিতে হবে। আার সে নিমোকহারামী করবে অপমান করবে। উদাহারন দেইঃবাপকে বলে জন্ম কেন দিছ?মাকে বলেঃবেহায়া,পাগল, লো ক্লাস সোসাইটির মানুষ আরো অনেক খারাপ ভাষা।।।। সবাই ওর জন্য দোআা করবেন পারলে বেশি বদদোআা করবেন। এখন আমি জানতে চাই আমার মা বাবা কিভাবে মুক্তি পাবে?ওর মুক্তিি না হলেও মন খারাপ না।কিন্তু আমার মা বাবা কিভাবে পাবে?কিভাবে শান্তি পাবে?আমার খুব কষ্ট হয় কারণ আমি দেখেছি আমার মার কান্নারত মুখ, আমার বাবার দুখে ভরে ওঠা সেই মন!হযরত আপনি ওই নিমোকহরামের জন্য বদদোআা করুন!
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
৫ মে, ২০২১
ঢাকা
#৩৯০১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামু আলাইকুম, হযরত কেমন আছেন?
১/ আমি বিয়ে করেছি ২মাস আগে, এখন কিছুটা সমস্যা থাকার কারনে অন্ততপক্ষে ২ বছরের মধ্যে আমি বাচ্চা নিতে পারবোনা, তারপর ইনশাআল্লাহ নিবো,
এমন অবস্থায় আমার স্ত্রী ঔষধ খেয়ে থাকে, এখন এটার বিষয় দয়া করে জানাবেন,
২/ পিরিয়ড অবস্থায় স্ত্রীর লজ্জাস্থান দেখা যাবে কিনা?
৩/ স্ত্রীর পিরিয়ড অবস্থায় আমার স্ত্রী অন্য কোন উপায় যদি আমার বীর্য বের দেয়, এ বিষয় জানাবেন,
৪/ আমার স্ত্রী জেনারেল শিক্ষিত, তার ক্লাসের একজন ঘনিষ্ঠ ফ্রেন্ড আছে যে হিন্দু, এখন আমার স্ত্রীর মধ্যে দ্বীনের অনেকটা বুঝ আসার কারনে আল্লাহর রহমতে আগের সব কিছু ছেড়ে আল্লাহর পথে অনেক ধাবিত হচ্ছে, কিন্তু কোন ভাবেই তার সেই হিন্দু ফ্রেন্ডকে ভুলতে পারছেনা, এখন কি করার?
যদিও আমি বলার কারনে কিছুটা পিছু হটছে কিন্তু আমি ভালো করে বুঝাতে পারছিনা,
৫/ আমরা একজন অন্যজন কে অনেক ভালোবাসি, তারপরও কম মনে হচ্ছে এটার মধ্যে আরো উন্নতি চাই এটাও জানাবেন,

অগ্রীম ধন্যবাদ 🙏
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৭ ডিসেম্বর, ২০২০
বরিশাল
#৩৭৮০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম।
আমি তিন বছর আগে আলহামদুলিল্লাহ হেদায়াতপ্রাপ্ত হই।জেনারেল লাইনে পড়াশোনা করতাম । ফেতনা থেকে বাঁচতে ও জানতে পারি কো এডুকেশন হারাম তা ত্যাগ করি আল্লাহর ইচ্ছায় এবং দ্বিনি পড়াশোনা শুরু করি।বর্তমানে আমার অধিক মানুষের মাঝে ভালো লাগে না নিরিবিলি পড়াশোনা করতে ভালো লাগে। যারা অতিরিক্ত অনর্থক কথাবার্তা বলে তাদেরও এড়িয়ে চলি কিন্তু এতে তারা কষ্ট পায় এখন আমার প্রশ্ন হলো আমি তো আমার ভালোর জন্য, মানসিক শান্তি ও অনর্থক কথা থেকে বাঁচতে বান্ধবিদের থেকে দূরে আসছি এতে কি আমার গুনাহ হবে যে মুসলিমের সাথে কথা বন্ধ করছি ও দূরে থাকি??
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
২৬ নভেম্বর, ২০২০
Dhaka ১২৩০