আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৩৭৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম।আমি তিন বছর আগে আলহামদুলিল্লাহ হেদায়াতপ্রাপ্ত হই।জেনারেল লাইনে পড়াশোনা করতাম । ফেতনা থেকে বাঁচতে ও জানতে পারি কো এডুকেশন হারাম তা ত্যাগ করি আল্লাহর ইচ্ছায় এবং দ্বিনি পড়াশোনা শুরু করি।বর্তমানে আমার অধিক মানুষের মাঝে ভালো লাগে না নিরিবিলি পড়াশোনা করতে ভালো লাগে। যারা অতিরিক্ত অনর্থক কথাবার্তা বলে তাদেরও এড়িয়ে চলি কিন্তু এতে তারা কষ্ট পায় এখন আমার প্রশ্ন হলো আমি তো আমার ভালোর জন্য, মানসিক শান্তি ও অনর্থক কথা থেকে বাঁচতে বান্ধবিদের থেকে দূরে আসছি এতে কি আমার গুনাহ হবে যে মুসলিমের সাথে কথা বন্ধ করছি ও দূরে থাকি??

২৬ নভেম্বর, ২০২০
Dhaka ১২৩০

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


যেসব বিষয়ে দুনিয়া ও আখিরাতের কল্যাণ নেই, তা পরিত্যাগ ও উপেক্ষা করা একজন ঈমানদারের বৈশিষ্ট্য। অতএব আপনি হারাম থেকে বাঁচার জন্য ঐসব পরিবেশ উপেক্ষা করলে মুসলমানদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অন্যায়ের আওতায় পড়বেন না।

وَاِذَا سَمِعُوا اللَّغۡوَ اَعۡرَضُوۡا عَنۡہُ وَقَالُوۡا لَنَاۤ اَعۡمَالُنَا وَلَکُمۡ اَعۡمَالُکُمۡ ۫ سَلٰمٌ عَلَیۡکُمۡ ۫ لَا نَبۡتَغِی الۡجٰہِلِیۡنَ

তারা যখন অবাঞ্চিত বাজে কথাবার্তা শ্রবণ করে, তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, আমাদের জন্যে আমাদের কাজ এবং তোমাদের জন্যে তোমাদের কাজ। তোমাদের প্রতি সালাম। আমরা অজ্ঞদের সাথে জড়িত হতে চাই না।
আল কাসাস - ৫৫

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন