দান

আখিরাতের বিনিয়োগ বক্স

বি.দ্র. যাকাত, ফিতরা, মান্নত-এর টাকা এখানে দেয়া যাবে না, দিলেও আদায় হবে না।
টাকা

অনলাইনে দান (সেন্ড মানি)

মুসলিম বাংলা পরিচিতি

নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রাসুলিহিল কারিম, সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ্ তা'আলার জন্য। সালাত ও সালাম তাঁর প্রিয় নবী হাবীব মুহাম্মদুর রাসূলুল্লাহ্ ﷺ -এর উপর। হামদ ও সালাতের পর, "মুসলিম বাংলা" - সারাবিশ্বের বাংলাভাষী মুসলিমদের জন্য অনলাইনে সমৃদ্ধ একটি ইসলামিক প্লাটফর্ম। মুসলিম বাংলা একটি অলাভজনক দ্বীনি প্রতিষ্ঠান যা বাংলাদেশের গন্ডি পেরিয়ে এক শতের অধিক দেশে অবস্থানকারী বাংলাভাষী মুসলিমদের অনলাইনে দ্বীনি চাহিদা পূরণে আস্থার সাথে খেদমত করে চলেছে।
পরিচিতি
মুসলিম বাংলার কার্যক্রম
কার্যক্রম ১কার্যক্রম ২

মুসলিম বাংলার খরচের খাত

  • ১। কুরআন বিভাগ
  • ২। হাদীস বিভাগ
  • ৩। ইফতা বিভাগ
  • ৪। নামাযের সময় বিভাগ
  • ৫। দাওয়াহ বিভাগ
  • ৬। কিতাব বিভাগ
  • ৭। সুন্নাহ ও সীরাত ﷺ বিভাগ
  • ৮। মক্তব ও দ্বীনিয়াত বিভাগ
  • ৯। কারিগরী বিভাগ
  • ১০। বিপণন ও পরিবেশনা বিভাগ
  • ১১। পরিচালনা ও সমন্বয় বিভাগ
  • ১২। আন্তর্জাতিক বিভাগ

প্রতি মাসে উপরোক্ত বিভাগগুলোতে গড়ে ৫ লক্ষ ১০ হাজার টাকা খরচ হচ্ছে।

মুসলিম বাংলায় কেন দান করবো?

কেন দান করব