আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বেনামাজীর হাতের রান্না কি শুকরের মাংসের সমান?

প্রশ্নঃ ৩৬৮৯২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটা ওয়াজে শুনেছিলাম যে "যে মহিলারা নামাজ আদায় করে না , তাদের রান্না করা খাবার খাওয়া শূকরের গোশত খাওয়ার সমান" এখন আমার প্রশ্ন হলো কেউ কোনো অপারগতার কারনে বেনামাজি মহিলার রান্না করা খাবার খায় তাহলে কি তার গুনাহ হবে??

২৭ জুলাই, ২০২৩
সিলেট

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ওই ব্যক্তির কথা সঠিক নয়। এবং এজাতীয় বিষয়কে এভাবে উপস্থাপন করাও দাওয়াতী মেজাজের পরিপন্থি। বরং সঠিক মাসয়ালা হলো, বেনামাজির রান্নাকৃত খাবার খাওয়া বৈধ।
তবে নামাজ ত্যাগ করা যেহেতু শরীয়তের দৃষ্টিতে মারাত্মক অন্যায়; কবিরা গুনাহ, তাই যে বা যিনি বেনামীজর হাতের রান্নাকৃত খাবার খাচ্ছেন তার জন্য উচিত এবং ইমানী দায়িত্ব হলো, কোমল ভাষায়, হেকমতের সাথে তাকে নামাজি বানানোর চেষ্টা করা। (সুরা : মায়েদা, আয়াত : ৫, হিন্দিয়া : ৫/৩৪৩, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ৫/২২৩)

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন