আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বাজি ধরে ক্রিকেট খেলা

প্রশ্নঃ ৫৩৮১১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ট্রিকেট খেলতে গেলে অন্যরা বাজি ধরে খেলে, আমি যদি তাদের সাথে বাজি না ধরে সেখানে খেলি আমার গুনাহ হবে কী? দয়া করে উত্তর টি দিবেন।

১০ ফেব্রুয়ারী, ২০২৪
গফরগাঁও - টোক সড়ক

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


যে খেলায় বাজি ধরা হয় সে খেলায় অংশ গ্রহণ করা থেকে বিরত থাকুন। কেননা আপনি সরাসরি বাজি না ধরলেও বাজির খেলায় সহযোগি হবেন। আর অন্যায় কাজে সহযোগিতা করারও জায়েয নেই। আল্লাহ তাআলা বলেন,

ي وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب
অর্থঃ
তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে। গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না। আল্লাহকে ভয় করে চলো। নিশ্চয়ই আল্লাহর শাস্তি অতি কঠিন। [সুরা মায়িদা : ০২]

والله اعلم بالصواب

মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন