প্রেমিক না কি মাফ করবে না!
প্রশ্নঃ ৩৮১১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি আল্লাহ পাকের দয়াতে ভালো আছেন।আমি একটা প্রাইভেট কোম্পানি চাকুরি করি।আমি অফিস করার সময় আমার সাথেই একটা বড় আপু অফিস করেন।তিনি আমার থেকে ৯ বছর এর বড়।বেশী একটা হয় না আমার,হঠাৎ করে সে আমাকে প্রেম প্রস্তাব দিয়ে থাকেন।আমি কোন ভাবেই রাজি হই নাই।পরের দিন দেখি খুব মন খারাপ করে বসে আছে,আমি বুজতেই পারলাম কি কারনে মন খারাপ।পরে তাকে বললাম যে মিয়া মন খারাপ করেন কেন,আমরা তো আছি।এখন কথা হইল আমি যে বললাম যে আমরা তো আছি,সেটাকে ভাবছেন আমি তার প্রেমের প্রস্তাব এ রাজি হয়ে গেছি।এটা ভেবে সে আমার সাথে ফ্রি ভাবেই কথা বলা শুরু করেন।আমি কোন সময় এটা ভেবে কথা বলি নাই।এখন কিছু দিন কথা বলে বুঝতে পারলাম আমার গুণা হইতেছে।তাই আমি চিন্তা করলাম যে কথা বলবো না।যে কত দিন কথা বলছি তার মাঝে কোন ভুল হইতেই পারে।তাই আমি বললাম আমাকে মাফ করে দিয়েন।সে বলে আমাকে কোন দিন মাফ করবে না।প্রশ্নঃ ১)সে যদি আমাকে মাফ না করে আমি কি করতে পারি?2) সে মাফ না করলে আমার আল্লাহ কি মাফ করবেন??
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(আজনুবী) পরনারীর সঙ্গে বিবাহ-বহির্ভূত প্রেম-ভালবাসা জায়েজ নেই এবং এই প্রেম কারো কোন অধিকার নয়।
আপনি তার কোনো হক নষ্ট করেননি। বিধায় তার ক্ষমা করারও কোনো প্রসঙ্গ নেই।
অতএব এই বিষয় নিয়ে দুশ্চিন্তা না করে এখনই তওবা করুন। গুনাহ থেকে ফিরে আসুন।
আপনি বিবাহিত না হয়ে থাকলে দ্রুত বিবাহ করে নিন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিবাহকে অর্ধেক ইমন বলেছেন।
নবীজি আরও বলেছেন, যে ব্যক্তি নিজের চরিত্রকে পরিচ্ছন্ন রাখতে চায়, সে যেন বিবাহ করে।
عن انس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اذا تزوج العبد فقد استكمل نصف الدين، فليتق الله في النصف الباقي
رواه البيهقي في شعب الايمان
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا سَلَّامُ بْنُ سَوَّارٍ حَدَّثَنَا كَثِيرُ بْنُ سُلَيْمٍ عَنْ الضَّحَّاكِ بْنِ مُزَاحِمٍ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ مَنْ أَرَادَ أَنْ يَلْقَى اللهَ طَاهِرًا مُطَهَّرًا فَلْيَتَزَوَّجْ الْحَرَائِرَ
আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ:
আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ "যে ব্যক্তি পাক-পবিত্র অবস্হায় আল্লাহর সাথে সাক্ষাত করতে চায় সে যেন স্বাধীন নারী বিবাহ করে।
সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৮৬২
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন