আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৬৫৬০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামু আলাইকুম, আমি এবার দশম শ্রেণীতে আর আমার বয়স ১৬ , আল্ হামদু লিল্লাহ , আমি ২ বছর যাবৎ দীন প্রাকটিস করতে চেষ্টা করছি, শুরুরদিকে অনেক strict ছিলাম নিজের দীন নিয়ে, কিন্তু কিছু incident last year আমাকে অনেক বাজে ভাবে change করে দেয়, আমি গান শুনা শুরু করি, মাহরাম মেইনটেইন করতে পারছিলাম না, কিয়ামুল লাইল এর সংখ্যা কমতে কমতে শূন্যের কাছাকাছি...
আমি যে একেবারে গা ভাসিয়ে দিয়েছি , তা নয়। আমি নিজের অবস্থার জন্যে লজ্জিত এবং অনুতপ্ত। কিন্তু আমি চাইলেও এই গুনাহ্ গুলো থেকে বের হয়ে আসতে পারছি না। এইসব নিয়ে এতবেশি stressed , যে আমার anxiety শুরু হয়, প্যানিক অ্যাটাক আসতে থাকে...
আমি জানি না এইটা পরীক্ষা নাকি শাস্তি...
তবে খুব hard লাগে, আমি অনেক চেষ্টা করেছি গুনাহ্ ছাড়ার, নামাজে শান্তি খুঁজার, কিন্তু হয়তো এই গুনাহ্ গুলোর জন্যে অন্তরের সকিনা আসছে না...

আমি এখন কি করবো?
যে ঘুমায় তাকে তো জাগানো যায়, কিন্তু যে ভান করছে ...

সে কি করবে ??
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
৭ জুন, ২০২১
চট্টগ্রাম