আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৬৫৬০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামু আলাইকুম, আমি এবার দশম শ্রেণীতে আর আমার বয়স ১৬ , আল্ হামদু লিল্লাহ , আমি ২ বছর যাবৎ দীন প্রাকটিস করতে চেষ্টা করছি, শুরুরদিকে অনেক strict ছিলাম নিজের দীন নিয়ে, কিন্তু কিছু incident last year আমাকে অনেক বাজে ভাবে change করে দেয়, আমি গান শুনা শুরু করি, মাহরাম মেইনটেইন করতে পারছিলাম না, কিয়ামুল লাইল এর সংখ্যা কমতে কমতে শূন্যের কাছাকাছি...আমি যে একেবারে গা ভাসিয়ে দিয়েছি , তা নয়। আমি নিজের অবস্থার জন্যে লজ্জিত এবং অনুতপ্ত। কিন্তু আমি চাইলেও এই গুনাহ্ গুলো থেকে বের হয়ে আসতে পারছি না। এইসব নিয়ে এতবেশি stressed , যে আমার anxiety শুরু হয়, প্যানিক অ্যাটাক আসতে থাকে...আমি জানি না এইটা পরীক্ষা নাকি শাস্তি...তবে খুব hard লাগে, আমি অনেক চেষ্টা করেছি গুনাহ্ ছাড়ার, নামাজে শান্তি খুঁজার, কিন্তু হয়তো এই গুনাহ্ গুলোর জন্যে অন্তরের সকিনা আসছে না...আমি এখন কি করবো?যে ঘুমায় তাকে তো জাগানো যায়, কিন্তু যে ভান করছে ...সে কি করবে ??

৭ জুন, ২০২১
চট্টগ্রাম

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






মানুষ যেহেতু সামাজিক প্রাণী। সমাজবদ্ধ হয়েই মানুষের চলাচল। বিচ্ছিন্নতার জীবন-যাপন মানুষের জন্য খুব একটা স্বাভাবিক নয়। বিধায় সংশ্রব গুরুত্বপূর্ণ বিষয়।
আপনি কাদের সঙ্গে ওঠাবসা করছেন? কাদের ধ্যান-ধারণাগুলো নিচ্ছেন? লালন করছেন? এটি অবশ্যই লক্ষণীয়।
এজন্যই তো পবিত্র কুরআনুল কারীম সত্যবাদীদের সংশ্রব গ্রহণ করার নির্দেশ দিয়েছে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰہَ وَکُوۡنُوۡا مَعَ الصّٰدِقِیۡنَ

হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং তোমরা সত্যবাদীদের সঙ্গে থাক | ১০৩
—আত তাওবাহ্ - ১১৯

পুরুষরা পুরুষদের মধ্যে কোন আল্লাহ ওয়ালা বুজুর্গকে, নারীরা তাদের মাঝে কোন আল্লাহ ওয়ালী নারীকে খুঁজে নেবে। তাদের সংশ্রব গ্রহণ করবে।

নিয়মিত কুরআন তিলাওয়াত করুন। কুরআনুল কারীমের অনুবাদ সহ পাঠ করুন। তাফসীর ও সীরাতের কিতাব অধ্যায়ন করুন। কোন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে বায়াত হয়ে নিজের আত্মার সংশোধনী আনার চেষ্টা করুন। যার কাছে আপনার ক্রিয়া-কলাপ এর হিসেব দিতে পারবেন। কোন বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় তার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। দ্বীনি বিষয়ে হিদায়াত নিতে পারবেন। যিনি আপনাকে হিদায়াতের উপর চলতে সহযোগিতা করবেন। সঠিক গাইড করবেন।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন