আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

শ্বশুর বাড়ীর গিফট

প্রশ্নঃ ৮৮২০৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মা বাবা যদি ইচ্ছাকৃতভাবে মেয়ের বাড়িতে ফার্নিচার দেয় তাহলে এটা গ্রহন করা কি ইসলামে জায়েজ হবে? দলীলসহ জানিয়ে উপকৃত করবেন।

৭ ফেব্রুয়ারী, ২০২৫
Selangor

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী!
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চাওয়া ব্যতীত যদি বিয়েতে/বিয়ের পরে শশুরবাড়ীর পক্ষ থেকে বরকে কোনো হাদিয়া, উপঢৌকন দেওয়া হয় তাহলে সেটা গ্রহান করা জায়েজ। কিন্তু যদি চেয়ে নেওয়া হয় এবং তাতে শশুরবাড়ীর লোকজনের (দাতাগনের) নিঃশর্ত সন্তুষ্টি না থাকে অথবা পরিবেশ-পরিস্থিতি কিংবা প্রথা-প্রচলনের সম্মুখীন হয়ে দিয়ে থাকে তাহলে তা গ্রহন করা জায়েজ নাই। কেননা, হাদিস শরীফে এসেছে
لا يحل مال امرئ مسلم إلا بطيب نفس منه.
حديث صحيح أخرجه أحمد والبيهقي والدارقطني وغيرهم
কোনো ব্যক্তির সন্তুষ্টি ছাড়া তার সম্পদ গ্রহন করা হারাম।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন