আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৫৯৫৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হলো। আমার ঘনঘন স্বপ্নদুস হয় আমি কি করতে পারি।

৮ মে, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


السلام عليكم ورحمة الله وبركاته

ঘন ঘন স্বপ্নদোষ এর অভিশাপ থেকে বাঁচতে :
ইতিবাচক চিন্তা করুন।
সব ধরনের যৌন সুড়সুড়ি মুলক আচরণ থেকে বেঁচে থাকুন।
নজরের হেফাজত করুন।
পর্দা পুশিদা মেনে চলুন।
পুষ্টিকর খাবার গ্রহণ করুন। দুধ, কিসমিস, শুকনো খেজুর, মধু, কালোজিরা খাদ্যতালিকায় নিয়ে আসুন।
রাতের খাবার ঘুমাতে যাওয়ার দু'ঘণ্টা আগে সেরে নিন।
ভরপেটে ঘুমাবেন না।
রাতে আগে আগে ঘুমিয়ে যাবেন।
এছাড়া সব ধরনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য আমল করুন :

পাঁচ ওয়াক্ত নামাযের পর
দুরুদ শরীফ তিনবার
সুরাতুল ফাতিহা তিনবার
আয়াতুল কুরসী তিনবার
সূরা ফালাক্ব তিনবার
সূরা না-স তিনবার
দুরুদ শরীফ তিনবার পড়ে দুই হাতের তালুতে ফু দিয়ে প্রথমে চেহারা, মাথা, শরীরের সামনের অংশ, এরপর যথাসম্ভব পুরো শরীর মাসাহ করে দিবেন।
রাতে ঘুমানোর সময় এই আমলটি আরেকবার করবেন।
কোনো ওয়াক্তে আমল করতে ভুলে গেলে স্মরণ আসামাত্রই আমল করে নেবেন।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন