আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ডিপ্রেশন থেকে মুক্তির জন্য কিছু বই সাজেস্ট করুন

প্রশ্নঃ ১০৩৫৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাকে এমন কিছু বই এর নাম বলেন যেটা পরে ডিপ্রেশন থেকে মুক্তি মিলবে

১৭ মে, ২০২৫
Dhaka ১২১২

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


বেশি বেশি কুরআন পড়ুন। কুরআনের মজলিসে বসুন। তাফসীর পড়ুন।

এছাড়া কিছু বই সাজেস্ট করছি👇

১. ``لا تحزن (লা তাহযান)'' - ড. আইজ আল-কারনী (দা.বা(
২. “দুঃখ-কষ্ট কেন?” – মুফতি মেনক (দা.বা.)
৩. “আল্লাহর সাথে সম্পর্ক গড়ুন” – শাইখ সালিহ আল-মুনাজ্জিদ (দা.বা.)
৪. "মনকে জাগাও" – মাওলানা তারেক জামিল (দা.বা.)
৫. "নফসের চিকিৎসা ও আত্মশুদ্ধির পথ" – হযরত হাকীম আখতার (রহ.)
৬. "সবর ও শোকের মুহূর্তে ধৈর্য" – ইমাম ইবনুল কায়্যিম (রহ.)
৭. "রুহানিয়াতের পথে" – পীর জুলফিকার আহমদ নকশবন্দী (দা.বা.)
৮. "নেক বান্দাদের কাহিনী" – মাওলানা আশরাফ আলী থানভী (রহ.)
৯. কুরআনের “حسبنا الله و نعم الوكيل” – আয়াতভিত্তিক আলোচনা।
১০. নফস কি বীমারিয়াঁ অউর উনকা ইলাজ* – পীর জুলফিকার আহমদ নকশবন্দী (দা.বা.)
বাংলা পাওয়া যায়।
১১. "হার পারেশানিকা ইলাজ"- পীর জুলফিকার আহমদ নকশবন্দী (দা.বা.)
বাংলা পাওয়া যায়।
১২. “দুঃখ কষ্টের প্রতিকারে কুরআন ও হাদীস” – ইমাম ইবনুল জাওযী (রহ.)
১৩. “ইসলামে মানসিক প্রশান্তি” – মুফতী ত্বাকী উসমানী (দা.বা.)
১৪. “অন্তরের রোগ ও তা থেকে মুক্তির পথ” – ইমাম ইবনু কায়্যিম (রহ.)

والله اعلم بالصواب

শাহাদাত হুসাইন ফরায়েজী মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন