আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

কুচিন্তা থেকে বাঁচার আমল

প্রশ্নঃ ৮১৪৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মনে যদি অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ,রাসুল, কোনো সম্মানিত ব্যক্তি/ যেকোনো ব্যাক্তি সম্পর্কে খারাপ চিন্তা চলে আসে, তাহলে কি গুনাহ হবে? এ থেকে পরিত্রাণের জন্য কি করা যেতে পারে?

২২ আগস্ট, ২০২৪
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


হৃদয় মন মানুষের নিয়ন্ত্রণে নয়। প্রত্যেকটা মানুষের হৃদয় আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে। মনের কল্পনা সম্পর্কে আল্লাহ তাআলা পাকড়াও করবেন না।

حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِي عَنْ أُمَّتِي مَا وَسْوَسَتْ بِهِ صُدُورُهَا، مَا لَمْ تَعْمَلْ أَوْ تَكَلَّمْ ‏"‏‏.‏

আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, (আমার বরকতে) আল্লাহ আমার উম্মতের অন্তরে উদিত ওয়াসওয়াসা (পাপের ভাব ও চেতনা) মাফ করে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত না সে তা কাজে পরিণত করে অথবা মুখে বলে।
—সহীহ বুখারী, হাদীস নং ২৫২৮

তাই এই বিষয়টি নিয়ে খুব বেশি পেরেশানির প্রয়োজন নেই।
অবশ্য মনের কুচিন্তা থেকে পরিত্রাণের জন্য করণীয় হলো, যখনি মনে খারাপ চিন্তা জেগে উঠবে, সঙ্গে সঙ্গে কোনো ভালো কাজে লিপ্ত হয়ে যাওয়া। কুরআনুল কারীম তিলাওয়াত করা। ইস্তিগফার করা। লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন