আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৮০১১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম , দুঃখিত একাধিক প্রশ্ন করবার জন্য। আমি ৪ টা প্রশ্ন করবো ।১। একবার আমি মসজিদে জামাতে নামাজ পড়ছিলাম , আমার সামনে একজন নামাজ পড়ছিল , আমি যথাসম্ভব সরে সরে সিজদা দিচ্ছিলাম। কিন্তু সিজদা থেকে মাথা তুলে দেখি আমি যেখানে সিজদা করছি ঠিক তার সামনেই তার পা , এখন এতে কি শিরক হবে?২। দ্বিতীয় প্রশ্ন হলো , প্রবৃত্তির অনুসরণ করলে তো কবিরা গুনাহ হতে পারে , কিন্তু শিরক কি হয়?৩। তৃতীয় প্রশ্ন আমার অনেক সময় সাধারণ সাধারণ কাজ করলে কেনো জানি আমার মন বলে উঠে যে শিরক করছি , নাউজুবিল্লাহ । এখন প্রশ্ন হলো কি শিরক নিয়েও ওয়াসওয়াসা দেয়?৪। বাসায় doorbell রাখা কি জায়েজ? আমাদের বাসার doorbell তিমি মাছ এবং প্রজাপতির আকৃতির ।

১৪ আগস্ট, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






১- এতে শিরক হবে না। সামনে কারও অবস্থান থাকলে বা তার পা থাকলেই এতে শিরক হয়ে যায় না।
কেননা সেজদার সময় আপনি তো তাকে সেজদা করছেন না বরং আল্লাহকে সেজদা করছেন।

২- প্রবৃত্তির অনুসরণ যদি আপনাকে শিরক পর্যন্ত পৌছিয়ে দেয়, তাহলে সেটা তো কেবল কবীরা গুনাহতে সীমাবদ্ধ থাকবে না।

আসলে প্রবৃত্তির অনুসরণ তো ব্যপক একটি জিনিস।
এর স্তরভেদ আছে।
ধরুন, কেউ প্রবৃত্তির অনুসরণ করতঃ মাজারপুজা বা হিন্দুদের দেবীকে প্রনাম করল, আপনার কি মনে হয়, তার ঈমান থাকবে কি ?? অবশ্যই নয়।

৩- জ্বী, শয়তান বান্দাকে যেসব বিষয়ে সবচে বেশী ওয়াসওয়াসা শিরক হলো সেগুলোর শীর্ষে।

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন