আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৩৫১১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত মুফতি সাহেবের কাছে একটি প্রশ্ন আমরা জানি ইসলামের নিয়ম হলো পিতা যখন মারা যায় তখন সন্তান ওয়ারিশ এর মালিক হয়, এক্ষেত্রে ছেলে সন্তান এক ভাগ পায় আর কন্যা সন্তান অর্ধেক ভাগ পায়। এখন প্রশ্ন হল আমরা যদি আমার পিতার ইন্তেকাল এর পূর্বে আমার বোনের বিবাহর পরে তাকে হিসেব করে ফার্নিচার ইত্যাদি দিয়ে মিরাছ থেকে কেটে রাখি এবং তার অংশটা পিতার সম্মতিতে তার বিবাহের পরে দিয়ে দেই, এতে ইসলামের দৃষ্টিতে কোন সমস্যা হবে কিনা? বা এ ক্ষেত্রে আমাদের করণীয় কি? জানিয়ে বাধিত করবেন।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
১২ ফেব্রুয়ারী, ২০২২
ঢাকা ১২১৬
#৮২৯৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জামাল বিয়ে করার কয়েক মাস পরে ইন্তেকাল করেন

তিনি অন্তঃসত্ত্বা বউ রেখে যান যার মহর তিনি আদায় করেন নাই

মৃত জামাল তার বাবা জীবিত ও তার পাচ ভাই এর মধ্যে জামাল ৫নাম্বার ছিল

তারা সবাই এক সাথে বাবার নেতৃত্বে চলতো
যার কারণে ৫ছেলের নামে কোন সম্পদ নেই তাই মৃত জামালের নামেও ব্যাক্তিগত কোনো সম্পদ নেই কিন্তু জামালের বাবার অনেক সম্পদ রয়েছে
এমতাবস্থায় আমার প্রশ্ন হলো জামাল এর বিধবা অন্তঃসত্ত্বা বউ এর বাকি মহর কি আদায় করতে হবে?

মৃত জামালের বউ বাচ্চা প্রসব করলে ঐ বাচ্চা তার দাদা থেকে ছেলে হলে কি পরিমাণ মেরাস পাবে আর মেয়ে হলে কি পরিমাণ?

আর জামালের বউ কি কোনো মেরাস পাবে?
question and answer iconউত্তর দিয়েছেন: মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
৩১ আগস্ট, ২০২১
ঢাকা
আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর | মুসলিম বাংলা