আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মিরাস বন্টন নীতি

প্রশ্নঃ ২৪১৯৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এক বিগা জমি রেখে একজন মহিলা মারা গেলো। তার উত্তরসূরি তিন ছেলে চার মেয়ে আছে।ঐ মহিলার ভাই বোনও আছে। কিভাবে বন্টন হবে?

১ এপ্রিল, ২০২৩
নবীনগর

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


মাইয়্যেতের ছেলে থাকলে তার ভাই বোনেরা কোনো সম্পদ পায় না। কাজেই প্রশ্নোক্ত ক্ষেত্রে ভাই বোনেরা কোনো সম্পদ পাবে না। প্রশ্নোক্ত সম্পদ পাঁচ ভাগ করে তিন ছেলে পাবে তিন ভাগ। আর চার মেয়ে পাবে দুই ভাগ। কেননা পুরুষ নারীর দ্বিগুণ।
قال الله -جل وعلا-: يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الأُنثَيَيْنِ [النساء:]

وبنوا الأعيان والعلات كلهم يسقطون بالإبن وابن الإبن وان سفل (السرجى فى الميراث-15-17

والله اعلم

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর