আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৯০৪৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবার সম্পত্তি বাবা ভাগ করে দিয়ে যায়নি।শুধু বলে গেছেন জমি সব ভাই বোনের। বাবা ভালো পরিমান নগদ টাকা রেখে গেছেন কিন্তু মা বলেন এ টাকা শুধু ভাই এর। আমরা বোনেরা বিপদে পরলেও যেনো কখনও এ টাকা না নেই।এখন কি করব। ইসলাম কি বলে ।

২৬ সেপ্টেম্বর, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


السلام عليكم ورحمة الله وبركاته



কোন ব্যক্তির মৃত্যুর পর তাঁর স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে
১. সর্বপ্রথম তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে।
২. এরপর তার কোনো ঋণ থাকলে সেই ঋণ পরিশোধ করা হবে।
৩. এরপর তার কোনো ওসিয়ত থাকলে সেই বৈধ ওসিয়তগুলো সম্পত্তি থেকে কার্যকর করা হবে।
৪. অবশিষ্ট সম্পত্তি তার ওয়ারিশদের মাঝে বন্টন করতে হবে।
এই বন্টন কিভাবে হবে তা আল্লাহ তায়ালা অন্য কারো উপর ন্যস্ত করেননি। কুরআনুল কারীমের সূরা নিসায় আল্লাহ তাআলা বিস্তারিত বণ্টননামা আলোচনা করেছেন। সেভাবেই বন্টন হবে।
হাদীস শরীফে আছে,

لا وصية لوارث

যারা ওয়ারিশ হবে তাদের মধ্য থেকে কারো জন্য সম্পত্তি ওসিয়ত করা জায়েয নয়।
সুতরাং আপনার মায়ের বক্তব্য যদি সঠিক হয়ে থাকে যে, আপনার বাবা নগদ টাকাগুলোর বিষয়ে বলে গেছেন, এই টাকাগুলো তার ছেলেরাই পাবে। এমন কথা আল্লাহর আদালতে গ্রহণযোগ্য নয়। বরং আপনার পিতার ইন্তেকালের সময় যেসব ওয়ারিশগণ জীবিত ছিলেন তারা কুরআনুল কারীমের বর্ণনা অনুযায়ী এই টাকার হকদার হবেন।
আপনি প্রশ্নে উল্লেখ করেছেন, বাবা তার সম্পত্তি ভাগ করে দিয়ে যায়নি।
নিজের জীবদ্দশায় নিজের সম্পত্তি বন্টন করে যাওয়া উচিত নয়। বরং তার মৃত্যুর পরে আল্লাহর বণ্টননামা অনুযায়ী বন্টন হবে। সেটাই তার জন্য কল্যাণকর।
আপনাদের স্থাবর-অস্থাবর সব মিলিয়ে সমুদয় সম্পত্তি উল্লেখ করে এবং আপনার বাবার মৃত্যুর তারিখ এবং সেদিন যেসব ওয়ারিশগণ জীবিত ছিলেন তাদের উল্লেখ করে ভিন্ন ভাবে প্রশ্ন করতে পারেন। কে কতটুকু পাবে আমরা লিখে দিতে পারব ইনশাআল্লাহ।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১৩৫১১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত মুফতি সাহেবের কাছে একটি প্রশ্ন আমরা জানি ইসলামের নিয়ম হলো পিতা যখন মারা যায় তখন সন্তান ওয়ারিশ এর মালিক হয়, এক্ষেত্রে ছেলে সন্তান এক ভাগ পায় আর কন্যা সন্তান অর্ধেক ভাগ পায়। এখন প্রশ্ন হল আমরা যদি আমার পিতার ইন্তেকাল এর পূর্বে আমার বোনের বিবাহর পরে তাকে হিসেব করে ফার্নিচার ইত্যাদি দিয়ে মিরাছ থেকে কেটে রাখি এবং তার অংশটা পিতার সম্মতিতে তার বিবাহের পরে দিয়ে দেই, এতে ইসলামের দৃষ্টিতে কোন সমস্যা হবে কিনা? বা এ ক্ষেত্রে আমাদের করণীয় কি? জানিয়ে বাধিত করবেন।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
১২ ফেব্রুয়ারী, ২০২২
ঢাকা ১২১৬