আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বাবার মিরাস

প্রশ্নঃ ১০৬২২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বাবা মারা গেছেন। বাবার রেখে যাওয়া সম্পদে, জমি ৮ বিঘা ও bank এ ৫ লক্ষ ৮ হাজার টাকা আছে।আমি (ছেলে) একজন,মা ও দুই জন বোন আছি। বাবার সম্পদের বন্টন কিভাবে করতে হবে জানালে খুব উপকার হবে।২.আমার বাবার bank এ ২২ লক্ষ টাকা ছিল ১০ বছর আগে , ৫ বছর পর বোনদের বিয়েতে খরচ করার পর ৮ লক্ষ টাকা ৫ বছর থেকে জমা ছিল বানক এ। চিকিৎসার প্রয়োজনে ১ মাস আগে ৩ লক্ষ টাকা খরচ হয়।বরতমানে ৫ লক্ষ ৮ হাজার টাকা bank এ আছে,উক্ত টাকাগুলোর আমার জানামতে জাকাত আদায় হয় নি।এখন কিভাবে জমাকৃত টাকার জাকাত আদায় করব,জানালে উপকৃত হব।

২২ মে, ২০২৫
সিলেট

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


বাবার স্থাবর অস্থাবর সমুদয় সম্পত্তি থেকে প্রথমে আপনার বাবার ঋণ (যদি থাকে) পরিশোধ করতে হবে। তারপর অবশিষ্ট সম্পত্তির এক-তৃতীয়াংশ থেকে তাঁর বৈধ কোনে অসিয়ত (যদি থাকে) পুরণ করতে হবে। অতপর অবিশিষ্ট সম্পত্তি থেকে আপনার মা পাবেন এক-অষ্টমাংশ (৮ ভাগের ১ ভাগ) । আর বাকী ৭ ভাগ সম্পত্তি দুইভাগ করে একভাগ আপনি নিজে এবং আপর একভাগ আপনার দুই বোন লাভ করবে।

..... يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلَادِكُمْ ۖ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنثَيَيْنِ
فَإِن كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُم ۚ مِّن بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ ۗ
সুরা নিসা- আয়াত: 11-12

২. ব্যাংকে টকা জমা করার পর থেকে প্রতি বছর যে পরিমাণ টাকা জমা ছিল হিসাব করে বিগত বছর গুলোর যাকাত আদায় করে দিতে হবে।
আপনার বর্ণনা অনুযায়ী ২২ লক্ষ টাকা ব্যাংকে ছিল ৫ বছর। প্রথমে ২২ লক্ষ টাকার ওই ৫ বছরের জাকাত বের করবেন।

তারপর ৮ লক্ষ টাকা জমা ছিল ৫ বছর। এবার ৮ লক্ষ টাকার ওই ৫ বছরের যাকাত বের করুন।

বর্তমানে বাবার চিকিৎসার পর যে টাকা অবশিষ্ট আছে (৫ লক্ষ৮ হাজার) দ্বিতীয় ধাপের জাকাত বর্ষ থেকে এই টাকার বর্ষ গণনা শুরু করে বছরের শেষ দিন পর্যন্ত যে পরিমাণ টাকা অবশিষ্ট থাকবে তার জাকাত দিতে হবে। তবে বাবার ইন্তেকালের পর এখন যেহেতু এই টাকা ওয়ারিসদের মালিকানায় চলে এসেছে কাজেই এখন এর জাকাতের জিম্মা আপনার বাবার ওপর নয়।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর