আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ব্যাংক লোন নিয়ে যদি কেউ আমার পাওনা পারিশোধ করে তাহলে তার বিধান কি?

প্রশ্নঃ ১০১৬৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জনাব সাধাণর একটি প্রশ্ন,, মনে করেন,, আমার আম্মু আমার জন্য এক লক্ষ টাকা রাখছেন আমার বিয়ের খরচের জন্য,,,কিন্তু আমি আমার পছন্দ একটা ছেলেকে বিয়ে করে ফেলি,,, পরে সবাই মেনে নিল। আমার আম্মু মারা যায়,, আমার যতে টাকা আব্বার খরচ করে ফেলে, আমি টাকা চাইতে বাবা বলে ব্যাংক থেকে ঋণ নিয়ে তারপর আমার টাকা দেবে।।বলা যায় আমি টাকাটা আমানত রেখেছিলাম।। এখন আমি কি করতে পারি।আমার জানা মতে ঋণ নেওয়া হারাম দয়া করে একটু শরীয়ত মোতাবেগ উত্তর বলবেন। এটি একটি মেয়ের প্রশ্ন। এখন আমি প্রশ্নআমি ঘরের দ্বিতীয় ছেলে আমার বড় বোন বাড়ি বানাইতাছে টাকার সর্ট হয়ছে,, কিস্তি থেকে টাকা তুলছে এখন আমার বলতাছে কিন্তু টাকা দিতে আমি রাজি না। আমার পরিবার কিন্তু সাথে যুক্ত আমার করনিও কি। প্রশ্ন ৩স্বামী কাছে বউ ভালো কিন্তু পরিবারের কাছে ভালো না এখন স্ত্রী নিয়ে সংসার করা জায়েজ কি না ইসলামের শয়ীরত মুতা বেগ বলবেন।তিনটি প্রশ্ন তিনজনের কিছু মনে করবে না দয়া করে উত্তর দিবেন অপেক্ষায় রইলাম

৪ জুন, ২০২৪
বাঞ্ছারামপুর

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


১.
মা যদি তার কন্যার জন্য এক লক্ষ টাকা নিজের মালিকানা থেকে সম্পূর্ণ আলাদা করে মেয়েকে মালিক বানিয়ে দিয়ে যায়। এরপর সংরক্ষণের জন্য নিজের কাছে রেখে দেয়, তাহলে এই টাকার মালিক কন্যা। বাবা এ টাকা খরচ করে ফেললে বাবার অধিকার রয়েছে। তবে মানবিক বিচারে মেয়ের টাকা বাবা ফিরিয়ে দেবে।

বাবা যেহেতু মেয়ের অজান্তে টাকা খরচ করেছে এখন ফিরিয়ে দেওয়ার সময় সে কোত্থেকে দিবে সেটি তার বিষয়। মেয়ে তার প্রাপ্য নিতে পারবে।
আর যদি মা তার এই টাকা নিজের সম্পত্তি থেকে আলাদা করলেও মেয়েকে মালিক বানিয়ে দেয়নি, বরং শুধু নিয়ত করেছিল যে, মেয়েকে এ টাকা দেবে। সে ক্ষেত্রে এই টাকার মালিক মেয়ে এককভাবে নয়। অন্যান্য ওয়ারিশগণও এ টাকার মালিক হবে।

২.
গ্রামে প্রচলিত কিস্তিতে তাকানোর অর্থ হলো সুদ দেয়ার শর্তে টাকা নেই যা সম্পূর্ণ সুদ দেওয়া-নেওয়া সম্পূর্ণ হারাম নাজায়েজ ইসলামের মধ্যে জঘন্যতম অপরাধ।
আপনি আপনার বোনকে সহযোগিতার উদ্দেশ্যে টাকা দিয়ে দিন। বহু সওয়াবের অধিকারী হবেন। যেহেতু বাড়ি মৌলিক প্রয়োজনের একটি। মৌলিক প্রয়োজনে আল্লাহর বান্দাদেরকে সহযোগিতা করা অনেক সওয়াব। এছাড়া আপনার আপন বোনকে টাকা দিয়ে সহযোগিতা করলে আত্মীয়তা রক্ষা করার সওয়াব পাবেন। তিনি বাড়ি করার পর আপনার পাওনা পরিশোধ করে দিবে। আপনি সুদ নিবেন না।

৩.
যে স্ত্রী শরীয়ত মোতাবেক চলে, স্বামীর হক আদায় করে, স্বামী-স্ত্রীর বন্ধন/সংসার/দাম্পত্য জীবন সুন্দর ভাবে চলছে, সেই স্ত্রীকে অহেতুক তালাক দিলে জুলুম হবে, মারাত্মক গুনাহ হবে।
সংসার করবে স্বামী-স্ত্রী। তাদের মধ্যে যদি সব ঠিক থাকে, পরিবারের ইচ্ছা অনিচ্ছায় এখানে কিছু আসে যায় না।

** (একত্রে একাধিক প্রশ্ন কিছুতেই কাম্য নয়)

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন