প্রশ্নঃ ৮২৯৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জামাল বিয়ে করার কয়েক মাস পরে ইন্তেকাল করেন তিনি অন্তঃসত্ত্বা বউ রেখে যান যার মহর তিনি আদায় করেন নাই মৃত জামাল তার বাবা জীবিত ও তার পাচ ভাই এর মধ্যে জামাল ৫নাম্বার ছিল তারা সবাই এক সাথে বাবার নেতৃত্বে চলতোযার কারণে ৫ছেলের নামে কোন সম্পদ নেই তাই মৃত জামালের নামেও ব্যাক্তিগত কোনো সম্পদ নেই কিন্তু জামালের বাবার অনেক সম্পদ রয়েছে এমতাবস্থায় আমার প্রশ্ন হলো জামাল এর বিধবা অন্তঃসত্ত্বা বউ এর বাকি মহর কি আদায় করতে হবে? মৃত জামালের বউ বাচ্চা প্রসব করলে ঐ বাচ্চা তার দাদা থেকে ছেলে হলে কি পরিমাণ মেরাস পাবে আর মেয়ে হলে কি পরিমাণ? আর জামালের বউ কি কোনো মেরাস পাবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
স্ত্রীর মোহরানা ঋণের অন্তর্ভুক্ত, কোনো ব্যক্তি স্ত্রীর মোহরানা আদায় না করে মৃত্যুবরণ করলে অন্যান্য ঋণের মত’ই ত্যাজ্য সম্পত্তি হতে তা আদায় করতে হবে। সুতরাং মৃত জামাল ঋণ আদায় করার মত কোন সম্পত্তি রেখে গেলে অথবা কেউ তার পক্ষ থেকে তাঁর ঋণগুলো পরিশোধ করতে চাইলে জামালের স্ত্রীকে তার মোহরানার বাকি টাকা পরিশোধ করে দিতে হবে। এবং জামালের স্ত্রীর গর্ভে যে সন্তান রয়েছে জামালের বাবা স্বেচ্ছায় তাদেরকে যতটুকু দিবে তারা তা’ই প্রাপ্য হবে, এক্ষেত্রে শরীয়ত কোন বাধ্যবাধকতা আরোপ করেনি। কেননা পিতা মারা যাওয়ার পরে দাদা থাকলে সাধারণতঃ দাদা’ই তার নাতিদের দেখাশোনার দায়িত্বভার গ্রহণ করে থাকে, আর বাবার অনুপস্থিতিতে সন্তানেরা যেহেতু একেবারেই অসহায় হয়ে পড়ে, তাই শরীয়ত দাদাকে উৎসাহিত করেছে যেন দাদা তার নাতিদের জন্য একটা সুব্যবস্থা করে যায়। এজন্যই শরীয়ত নাতিদের ক্ষেত্রে নির্দিষ্ট কোন অংশ নির্ধারণ করেন নি, যাতে করে দাদা অবস্থা অনুযায়ী নাতিদের জন্য তাদের প্রয়োজন অনুসারে কোন একটা ভালো ব্যবস্থা করে দিয়ে যেতে পারেন।
সুতরাং জামালের পিতার জন্যও উচিত হল তার ছেলের অনুপস্থিতিতে নাতিদের জন্য একটা সুব্যবস্থা করে যাওয়া, যেন পিতার অনুপস্থিতির কারণে এই সন্তানেরা ছিন্নমূল বা নিঃস্ব হয়ে না পড়ে।
সূত্র
(সূরা নিসা, আয়াত- ১২, তাফসীরে মাআরিফুল কুরআন- ১২২পৃষ্ঠা)
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন