আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৮৬২৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের এখানে একদিন একজন বেপর্দা মহিলা দুইটা সাপ নিয়ে আসছিল। আর সবাই কে বোকা বানিয়ে প্রায় ৩০০ টাকা আয় করসে। আমি সেখানে সিলাম শেই মুহুর্তে একজন সাপের কাছে এসে ছিল ভাগ্য পরিক্ষা করতে সে পারেনি কারন তার
কাছে টাকা ছিলনা। আমি তখন তাকে বললাম এসব করে শুধু শুধু টাকা নষ্ট কইরেন না। তখন অই সাপুরে আমাকে বলে উঠল অই ছেরা! তুই জানস বড় বড়
এম্পি মিনিস্টার আমার কাসে আহে। আমার সাপ হেগোর বিপদ দূর কইরা দেয়।


আমার মনে এইগুলার প্রতি কোনো বিশ্বাস ছিল না। আবার দেখলাম সে বিসমিল্লাহ বলে এসব করতাসে।
এখন প্রশ্ন হলঃ
১, আমার মনে এইগুলার প্রতি কোনো বিশ্বাস ছিল না। আমার কি গুনাহ হবে।
২, এগুলোকে ইসলামে কি বলে?
৩, যারা এগুলো বিশ্বাস করেছে তারা কি কুফরি করেছে
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ইফতা বিভাগ
৬ সেপ্টেম্বর, ২০২১
ঢাকা
#৮৫০৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, Hojor

আমরা যাযা বলি
১. এই ওষুধ খাওয়ার জন্য আমার শরীর ঠিক হইসে
২.এই ওষুধ এর সাইড এফেক্টস যা আমার শরীর আরো খারাপ হইসে.
৩.ওই টিচার এর কাছে পরশ তাই A+ পাইসো
৪.বৃষ্টি এর জন্য এ এক্সিডেন্ট হইসে
৫.এইটা খেয়ে আমার পেট খারাপ হইসে.
৬.ভালো মতো পড়ি নাই দেখে ভালো চাকরি পাই নাই.
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি
এই গুলা কি শিরক না??
যদি হয় তাহলে আমার কস্টিং হইলো
১.কিভাবে বললে এই গুলা শিরক মনে হবে না অন্য কারো (ইনক্লুডিং আল্লাহ & ওঠের পার্সনস ) কাজে?

২. আর শিরক আর গুনা থেকে আল্লাহ মাফ করে না, তাইলে আমি এখন কি করবো? শিরক করলে কিভাবে মাফ চাবো...

৩.আমার ঈমান কি থাকবে উপরের স্টেটমেন্ট গুলা শিরক হইলে??
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ইফতা বিভাগ
২৮ আগস্ট, ২০২১
ঢাকা
#৭৯৫৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি যেখানে থাকি আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা বড় কবরস্থান আছে। আর তার পাশেই একটা পুকুর আছে। লোকে বলে সেই পুকুরে কি যেন আছে সেখানে কেও নামলেই তাকে ভেতরে টেনে নিয়ে যায়। কি আছে কেও জানে না ১৭০০/১৮০০ সনের কথা, সেখানে যখন বিয়ের লাগতো তখন নাকি সেই পুকুর থেকে অনুষ্ঠানে
ব্যবহারের জন্য সর্ণের হারি পাতিল ভেসে উঠত যা ব্যবহার করে তারা খাওয়া দাওয়া করত। এবং কাজ শেষে তা পুকুরে ভাসিয়ে দিত
আর সেই সর্ণের জিনিস যদি কেও চুরি করত তাহলে তার পুরো বংশ ধ্বংস হয়ে যেত। আর এরকম লোকে করা তে আর সেখান থেকে জিনিস বেসে উঠত না। তারপর সেটা খারাপ হতে লাগল। কেও গেলেই সে গায়েব হয়ে যেত। আমি বিশ্বাস করি যে সেখানে খারাপ জিন আছে।
কি আছে সেখানে? ইসলামে আলোকে যদি আপনাদের কাছে এর উত্তর থাকে যানাবেন । আমি লোকদের মনে এই ভুল ধারণা বদলাতে চাই।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
১২ আগস্ট, ২০২১
ঢাকা
#৭২৭৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১. আমি বেশ কয়েকমাস ধরে শারিরিক বিভিন্ন সমস্যায় ছিলাম। রাতে খুব ভয় হতো। ভয়ংকর স্বপ্ন দেখতাম। ডাক্তার কোন অসুখ পায়নি। তবুও সবসময় অসুস্থ থাকতাম। গত পরশু আমার মা এক হুজুরের কাছে গিয়েছিল। হুজুর বলেছেন আমার সাথে জ্বিন আছে। আমার নিজেরও অনেকবার এটা মনে হতো। হুজুর আমাকে ২ টা তাবিজ দিয়েছেন যা গতকাল থেকে ব্যবহার করছি। আল্লাহর রহমতে আজ আমি অনেকটা সুস্থ বোধ করছি। আমার প্রশ্ন হলো এই তাবিজ ব্যবহারে কি কোন সমস্যা বা শিরকের মধ্যে পড়বে?

২. আমি এই এপের সকাল সন্ধ্যার দোয়া, রাতে আয়াতুল কুরসি, তিন কুল, সব অনেক পড়তাম। কিন্তু তারপরও ঠিক হচ্ছিলাম না। তাবিজের বিশ্বাসের চেয়ে আমি এটা ভেবে ব্যবহার করছি যে, আল্লাহ এর উসিলায় যেন আমাকে সুস্থ করে দেন। কিন্তু তারপরও মনে সন্দেহ লাগে শিরক হচ্ছে কি না। তাবিজ ব্যবহার করা কি নিষেধ? যদি তাই হয়, দয়া করে বাংলায় রেফারেন্স সহ জানাবেন।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
১৭ জুলাই, ২০২১
টঙ্গী