আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৪৩২৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি একজন জেনারেল লাইনের শিক্ষার্থী। আগে নিজে অনেক গুনাহের কাজের সাথে লিপ্ত ছিলাম। নিয়মিত নামাজ পড়তাম না,ইসলামী নিয়ম কানুন পর্যাপ্ত পরিমানে পালন করতাম না। বেশ কিছুদিন থেকে নিজেকে শোধরানোর অনেক চেস্টা করছি। নিজে নামাজ পড়ার পাশাপাশি ঘরে (আমার আম্মা এনং আমার এক ছোট বোন) নামাজ পড়ার জন্য বলছি। বলে রাখি, আমার আম্মা নামাজ পড়েন নিয়মিত,পাশাপাশি টেলিভিশনে অনেক বিদেশি সিরিয়াল(স্টার জলসা,জি বাংলা) দেখেন। আমার বোন নামাজে নিয়মিত না। আমি তাদেরকে এগুলো ত্যাগ করতে বললে কিংবা নামাজের পাশাপাশি অন্যান্য ইবাদত পালন করতে বললে " নতুন নতুন হুজুর হয়ে গিয়েছিস", "দুই দিন নামাজ পড়ে এত কথা বলতেছিস" ইত্যাদি কথা শুনতে হয়। অনেক সময় আমার পূর্ববর্তী কৃতকর্মের(আগে নামাজ পড়তাম না, গুনাহ করতাম ইত্যাদি) কথা মনে করিয়ে দেয়। অনেক সময় এজাতীয় কথা শুনলে নিজের কাছে খুবই খারাপ লাগে।
এক্ষেত্রে আমার করণীয় কি?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২ মার্চ, ২০২২
Chattogram