আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৩৭৮৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমার প্রশ্ন হচ্ছে অনেক সময় দাঁত পড়ে যাওয়াকে অনেকে খারাপ বিষয় মনে করে। আবার অনেকেই নাকি দুঃস্বপ্ন দেখে। এই ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কেমন?,

১৬ ফেব্রুয়ারী, ২০২২

ঢাকা ১২১৯

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





সম্মানিত প্রশ্নকারী!
স্বপ্ন সম্পর্কে প্রথম কথা হলো- স্বপ্ন এক রহস্যময় জগত। আমাদের বাস্তব জীবনের আনেক কিছুই স্বপ্নের সাথে মিলে না। স্বপ্নে আমরা আনেক আনন্দদায়ক জিনিস দেখি কিন্তু বাস্তবে দেখি তার উল্টো।আবার কিছু জিনিস আছে স্বপ্নে বেদনাদায়ক হলেও বাস্তবে সেটা অত্যন্ত অনন্দদায়ক। আমাদের জীবন পদ্ধতি, কাজ-কর্ম, চলা-ফেরা, চিন্তা-চেতনা এবং আচার-অনুষ্ঠানের অনেক ভাবনাই কখনো কখনো স্বপ্ন হিসেবে আমাদের কাছে ফোটে উঠে। মানসিক চাপ, পারিবারিক অশান্তি ইত্যাদীও অনেক সময় স্বপ্নে ধরা দেয়। কাজেই স্বপ্নকে কখনো এরচেয়ে বেশী গুরুত্ব দিবেন না।

- স্বপ্নে দাত পড়া দেখা সম্পর্কে 'জামিউ তাফসিরিল আহলাম' কিতাবে বলা হয়,
ﻭَﻣﻦ ﺭﺃﻯ ﺃَﻥ ﺃَﺳْﻨَﺎﻧﻪ ﻧﻘﺼﺖ ﻓَﻠَﻴْﺲَ ﺫَﻟِﻚ ﺑﻤﺤﻤﻮﺩ
যদি কেউ স্বপ্নে দেখে যে,তার দাঁত কমে গেছে,তাহলে এমন স্বপ্ন তার জন্য শুভ নয়।
ﻭَﻣﻦ ﺭﺃﻯ ﺃَﻥ ﺟَﻤِﻴﻊ ﺃَﺳْﻨَﺎﻧﻪ ﺳَﻘَﻄﺖ ﻭَﺫَﻫَﺒﺖ ﻓَﻬُﻮَ ﻋﻠﻰ ﺧَﻤْﺴَﺔ ﺃﻭﺟﻪ ﻣﻮﺕ ﺟَﻤِﻴﻊ ﺃَﻗَﺎﺭﺑﻪ ﻭَﻃﻮﻝ ﻋﻤﺮﻩ ﻭَﺫَﻫَﺎﺏ ﻣَﺎﻟﻪ ﻭﻋﻴﺸﻪ ﻭَﺩﻳﻨﻪ
আর যদি কেউ স্বপ্নে দেখে যে তার সমস্ত দাঁত পড়ে গেছে তাহলে তার পাচঁটি ব্যাখা হতে পারে।
১. তার সমস্ত ফ্যামিলি মারা পড়বে।
২. তার হায়াত লম্বা হবে।
৩. তার সম্পত্তি চলে যাবে
৪. তার সুখশান্তি চলে যাবে
৫. তার দ্বীন ধর্মে ভাটা পড়বে।
-জামিউ তাফসিরিল আহলাম-১/৮৭

এখন করণীয় হল, ইসলামের প্রত্যেকটি বিধানকে গুরুত্ব সহকারে মেনে চলা ।বিশেষকরে সঠিক সময়ে সালাত আদায় করা
সাধ্যমতো দান-সদকাহ করা। হাদীসে এসেছে....
হযরত কাআব ইবনে উজারাহ রাযি থেকে বর্ণিত,
ﻭﻋﻦ ﻛﻌﺐ ﺑﻦ ﻋﺠﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ : ﻗﺎﻝ ﻟﻲ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ( ﻭﺍﻟﺼﺪﻗﺔُ ﺗُﻄْﻔِﺊُ ﺍﻟﺨﻄﻴﺌﺔ ﻛﻤﺎ ﻳُﻄْﻔِﺊُ ﺍﻟﻤﺎﺀُ ﺍﻟﻨﺎﺭَ ) ﺍﻟﺘﺮﻣﺬﻱ ( 614 )
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহিসসালাম আমাকে বলেছেন,সদকাহ ভূলভ্রান্তিকে এমনভাবে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে মিটিয়ে দেয়। (তিরমিযি-৬১৪)

আনাস ইবনে মালিক রাযি থেকে বর্ণিত রয়েছে
: ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : "
ﺍﻟﺼَّﺪَﻗَﺔُ ﺗَﻤْﻨَﻊُ ﺳَﺒْﻌِﻴﻦَ ﻧَﻮْﻋًﺎ ﻣِﻦْ ﺃَﻧْﻮَﺍﻉِ ﺍﻟْﺒَﻠَﺎﺀِ ، ﺃَﻫْﻮَﻧُﻪُ ﺍﻟْﺠُﺬَﺍﻡُ ، ﻭَﺍﻟْﺒَﺮَﺹُ
ﺍﻟﻜﺘﺐ » ﺍﻟﺒﺮ ﻭﺍﻟﺼﻠﺔ ﻻﺑﻦ ﺍﻟﺠﻮﺯﻱ »
ﺭﻗﻢ الحديث 279

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহিসসালাম বলেন,সদকাহ সত্তর প্রকার বালামুসিবত কে দূর করে দেয়,যার মধ্য থেকে সর্বনিম্ন পর্যায়ের বালামুসিবত হল কুষ্ঠরোগ,এবং শ্বেতরোগ।আল-বির্রু ওয়াসসিলাহ-২৭৯;আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক।আমীন।
-মুফতী ইমদাদুল হক

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

৯৫৯২৩

যে কারো নামের সাথে রাদিআল্লাহু আনহু বলা যাবে?


১৫ মার্চ, ২০২৫

হাটহাজারী

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী নাঈম সিদ্দীকী বিন আব্দুস সাত্তার

২৬৭৫৩

চুর পড়া রোধে করণীয়


২৯ ডিসেম্বর, ২০২২

হাটহাজারী

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি

৭৫৭৪৯

মানুষ ক্বলব দ্বারা চিন্তা করে? নাকি আকল দ্বারা?


২০ অক্টোবর, ২০২৪

৯M৮F+P৯২

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী শাহাদাত হুসাইন ফরায়েজী

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy