আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৩৩৮১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ারারাহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু ১.প্রশ্ন:- আমার ঘরে কোনো কোনো মানুষ আছে যারা বলে খাবার এতে ফুঁক দিয়ে খেতে নেই সেই খাবার খেলে নাকি ক্ষতি হয় এটা ঠিক নাকি বিদাত কথা? ২. প্রশ্ন:- কেও যদি অসুস্থ হয় তার জন্য ঔষধ (যেমন - গাছের ডাল শিকড় বা আরও অন্য কিছু) বাঁধা কী জায়েজ নাকি এইটাও তাবিজ বাঁধার মতনই শীরক?

৬ ফেব্রুয়ারী, ২০২২
Kolkata

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





যারা এটা বলেছেন তারা সঠিক বলেছেন।
পান করতে গিয়ে অনেক সময় আমরা গ্লাসে শ্বাস ফেলি। পান করতে করতে শ্বাস ফেলার প্রয়োজন হয়। তখন মুখ থেকে পানপাত্র সরিয়ে নেওয়া উচিত। পাত্রে শ্বাস ফেলাটা ক্ষতিকর। আমরা জানি, আমাদের শ্বাসের সাথে বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড বের হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পাত্রে শ্বাস ফেললে কার্বন ডাই-অক্সাইড পানির সাথে মিশে আমাদের ক্ষতি করতে পারে। তাই পান করার সময় শ্বাস ফেলতে হলে মুখ থেকে পানপাত্র সরিয়ে তারপর শ্বাস ফেলব। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
إِذَا شَرِبَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَفّسْ فِي الإِنَاءِ.
কেউ যখন পান করে, সে যেন (পান)পাত্রে শ্বাস না ফেলে। সহীহ বুখারী, হাদীস ১৫৩; সহীহ মুসলিম, হাদীস ২৬৭
যেমনিভাবে পানির পাত্রে শ্বাস ফেললে তা আমাদের জন্য ক্ষতিকর তেমনি ফুঁ দিয়ে খাদ্য বা পানীয় ঠাণ্ডা করাও ক্ষতিকর। ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত
نَهَى رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ عَنِ النّفْخِ فِي الطّعَامِ وَالشّرَابِ.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানীয় বা খাদ্যে ফুঁ দিতে (ফুঁ দিয়ে ঠাণ্ডা করতে) নিষেধ করেছেন। মুসনাদে আহমাদ, হাদীস ২৮১৭

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন