আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বিদায়ের সময় খোদা হাফেজ বলা!

প্রশ্নঃ ১০৭৩৯১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়খ আমি জানতে চাইতেছি, কারো সাথে কথা বলার পরে, সব শেষে আল্লাহ হাফেজ, বাই বাই, টা টা, এমন শব্দ বলা ঠিক কি না? ইসলাম কি বলে?

২০ জুন, ২০২৫
বিয়ানীবাজার

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


কোনো বৈঠক বা বাড়িতে আগত ব্যক্তির জন্য সুন্নত হলো,আসসালামু আলাইকুম বলা, তেমনি বিদায় নেওয়ার সময়ও, আসসালামু আলাইকুম বলা সুন্নত। অতএব, যে ব্যক্তি চলে যাচ্ছে, তার উচিত আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বলার অভ্যাস গড়ে তোলা।

আসসালামু আলাইকুম- এর পরিবর্তে সমার্থক অন্য কোনো শব্দ যেমন, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, ইত্যাদি বলা যদিও বৈধ, তথাপি এতে একটি গুরুত্বপূর্ণ সুন্নতের পরিত্যাগ ঘটে।

সুতরাং মুসলমানদের উচিত, যখন সাক্ষাৎ হবে তখন এবং যখন বিদায় নিবে তখন সালামের সুন্নত অনুযায়ী আচরণ করা।

ইসলাম আমাদের সাক্ষাতের সময় এমন কিছু বাক্য শিখিয়েছে, যার চেয়ে উত্তম কোনো দোআ হতে পারে না।

এই সালাম (السلام عليكم) পূর্ববর্তী নবীগণ আলাইহিমুস সালামের সালাম ছিল, এবং জান্নাতবাসীদেরও সালাম হবে। এই বাক্য বলার মধ্যে রয়েছে সওয়াব, এবং এতে দুনিয়া ও আখিরাতে বরকত ও কল্যাণ নিহিত রয়েছে।

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلاَ تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا . أَوَلاَ أَدُلُّكُمْ عَلَى شَىْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلاَمَ بَيْنَكُمْ " .

আবু হুরায়রা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ঈমান আনবে আর তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না একে অন্যকে ভালবাসবে। আমি কি তোমাদের তা বাতলে দেব না যা করলে তোমাদের পারস্পরিক ভালবাসার সৃষ্টি হবে? তা হলো, তোমরা নিজেদের মধ্যে সালামের প্রসার ঘটাও।

আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ (সহীহ মুসলিম)
হাদীস নং: ১০০ আন্তর্জাতিক নং: ৫৪ - ১

হাদীসের লিংকঃ https://muslimbangla.com/hadith/7153

تحفة الأحوذي:

"قَالَ الطِّيبِيُّ : أَيْ كَمَا أَنَّ التَّسْلِيمَةَ الْأُولَى إِخْبَارٌ عَنْ سَلَامَتِهِمْ مِنْ شَرِّهِ عِنْدَ الْحُضُورِ فَكَذَلِكَ الثَّانِيَةُ إِخْبَارٌ عَنْ سَلَامَتِهِمْ مِنْ شَرِّهِ عِنْدَ الْغَيْبَةِ، وَلَيْسَتْ السَّلَامَةُ عِنْدَ الْحُضُورِ أَوْلَى مِنْ السَّلَامَةِ عِنْدَ الْغَيْبَةِ بَلْ الثَّانِيَةُ أَوْلَى" اِنْتَهَى. ( ٧ / ٤٠٢ - ٤٠٣)

والله اعلم بالصواب

মুফতি জাওয়াদ তাহের মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন