প্রশ্নঃ ১৪৩২৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন জেনারেল লাইনের শিক্ষার্থী। আগে নিজে অনেক গুনাহের কাজের সাথে লিপ্ত ছিলাম। নিয়মিত নামাজ পড়তাম না,ইসলামী নিয়ম কানুন পর্যাপ্ত পরিমানে পালন করতাম না। বেশ কিছুদিন থেকে নিজেকে শোধরানোর অনেক চেস্টা করছি। নিজে নামাজ পড়ার পাশাপাশি ঘরে (আমার আম্মা এনং আমার এক ছোট বোন) নামাজ পড়ার জন্য বলছি। বলে রাখি, আমার আম্মা নামাজ পড়েন নিয়মিত,পাশাপাশি টেলিভিশনে অনেক বিদেশি সিরিয়াল(স্টার জলসা,জি বাংলা) দেখেন। আমার বোন নামাজে নিয়মিত না। আমি তাদেরকে এগুলো ত্যাগ করতে বললে কিংবা নামাজের পাশাপাশি অন্যান্য ইবাদত পালন করতে বললে " নতুন নতুন হুজুর হয়ে গিয়েছিস", "দুই দিন নামাজ পড়ে এত কথা বলতেছিস" ইত্যাদি কথা শুনতে হয়। অনেক সময় আমার পূর্ববর্তী কৃতকর্মের(আগে নামাজ পড়তাম না, গুনাহ করতাম ইত্যাদি) কথা মনে করিয়ে দেয়। অনেক সময় এজাতীয় কথা শুনলে নিজের কাছে খুবই খারাপ লাগে।এক্ষেত্রে আমার করণীয় কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এব্যাপারে প্রথমত আপনার জন্য পরামর্শ থাকবে, আপনি তাদের কটুবাক্যে স্তিমিত হয়ে পড়বেন না। নিয়মিত আপনি আপনার নামাজ, জিকির,তেলাওয়াত ও ইবাদতগুলো অব্যাহত রাখুন। পর্দাপুশিদাসহ ইসলামের যাবতীয় বিধান পরিপূর্ণ পালনের চেষ্টা করুন। দীনি বিষয়ে পরিবারের সাথে সরাসরি বিরোধে জড়াবেন না। সুন্দর ও উত্তম পন্থায় বিষয়গুলো তাদের সাথে শেয়ার করুন। যদি তারা কিছু গ্রহন করে তো বেশ!! তা না হলে ধৈর্য ও সবরের সাথে নিজের আমলে আত্মনিয়োগ করুন। তাদের জন্য নিয়মিত আল্লাহ তায়ালার কাছে দুয়া করুন। এই লক্ষে কিছুটা সদকাও করতে পারেন। প্রয়োজনে স্থানীয় ওলামায়ে কেরাম, দীনের দায়ীদের কাছ থেকে দাওয়াত দেয়ার কৌশল ও পদ্ধতি সম্পর্কে জেনে নিতে পারেন।
এভাবে নিয়মতান্ত্রিক মেহনতের মাধ্যমে ইনশাআল্লাহ আপনার পুরো পরিবারই ইনশাআল্লাহ দীনের পথে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা তাওফিক দান করুন।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন