প্রশ্নঃ ৭৯৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি যেখানে থাকি আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা বড় কবরস্থান আছে। আর তার পাশেই একটা পুকুর আছে। লোকে বলে সেই পুকুরে কি যেন আছে সেখানে কেও নামলেই তাকে ভেতরে টেনে নিয়ে যায়। কি আছে কেও জানে না ১৭০০/১৮০০ সনের কথা, সেখানে যখন বিয়ের লাগতো তখন নাকি সেই পুকুর থেকে অনুষ্ঠানে ব্যবহারের জন্য সর্ণের হারি পাতিল ভেসে উঠত যা ব্যবহার করে তারা খাওয়া দাওয়া করত। এবং কাজ শেষে তা পুকুরে ভাসিয়ে দিতআর সেই সর্ণের জিনিস যদি কেও চুরি করত তাহলে তার পুরো বংশ ধ্বংস হয়ে যেত। আর এরকম লোকে করা তে আর সেখান থেকে জিনিস বেসে উঠত না। তারপর সেটা খারাপ হতে লাগল। কেও গেলেই সে গায়েব হয়ে যেত। আমি বিশ্বাস করি যে সেখানে খারাপ জিন আছে। কি আছে সেখানে? ইসলামে আলোকে যদি আপনাদের কাছে এর উত্তর থাকে যানাবেন । আমি লোকদের মনে এই ভুল ধারণা বদলাতে চাই।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
প্রশ্নে বর্ণিত এই ধরনের কাহিনী আমরা বহু শুনেছি। বাংলাদেশের অনেক জেলায় গেলে সেখানে স্থানীয় কোন বড় পুকুর সম্পর্কে লোকদের কাছে এই ধরনের কুসংস্কারপূর্ণ কল্পকাহিনী শুনতে পাবেন।
আমার নিজ জেলার দুই প্রান্তে দুটি (দিঘী) বড় পুকুর সম্পর্কে এমন শুনেছি।
এসব কথার বাস্তবতা কিছুই খুঁজে পাবেন না।
আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য লিপিবদ্ধ আছে। কোন একটা ইতিহাসের বইয়ে এমন কোন নজির/চিত্র দেখতে পাবেন না। এছাড়া ইসলামে কুরআন ও হাদীসে এমন আকীদা-বিশ্বাস অথবা ঘটনা পাওয়া যায় না।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন