প্রশ্নঃ ৮৫০৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, Hojorআমরা যাযা বলি১. এই ওষুধ খাওয়ার জন্য আমার শরীর ঠিক হইসে ২.এই ওষুধ এর সাইড এফেক্টস যা আমার শরীর আরো খারাপ হইসে.৩.ওই টিচার এর কাছে পরশ তাই A+ পাইসো৪.বৃষ্টি এর জন্য এ এক্সিডেন্ট হইসে ৫.এইটা খেয়ে আমার পেট খারাপ হইসে. ৬.ভালো মতো পড়ি নাই দেখে ভালো চাকরি পাই নাই.ইত্যাদি ইত্যাদি ইত্যাদি এই গুলা কি শিরক না??যদি হয় তাহলে আমার কস্টিং হইলো১.কিভাবে বললে এই গুলা শিরক মনে হবে না অন্য কারো (ইনক্লুডিং আল্লাহ & ওঠের পার্সনস ) কাজে?২. আর শিরক আর গুনা থেকে আল্লাহ মাফ করে না, তাইলে আমি এখন কি করবো? শিরক করলে কিভাবে মাফ চাবো...৩.আমার ঈমান কি থাকবে উপরের স্টেটমেন্ট গুলা শিরক হইলে??
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইতিমধ্যে এ বিষয়ে উত্তর দেয়া হয়েছে.উত্তরটি নিচে সংযুক্ত করা হল।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন