আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৬৫২৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবারাকাতুহু
প্রিয় হুজুর,
আমি সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও দেখেছি।সেখানে দেখানো হয়েছিল,মহানবি হযরত মুহাম্মদ (স) যখন সপ্তম আকাশে উঠলেন তখন তিনি হযরত ইবরাহীম (আ) কে বিশ্রাম নিতে দেখলেন।তিনি যেখানে বিশ্রাম নিচ্ছিলেন সেটি ছিল বায়তুল মা'মুর মসজিদ।সেখানে দিনে একবার মাত্র ৭০,০০০ ফেরেস্তা নামাজ পড়তেন।সেটি কাবা ঘরের একদম উপরে।আর যখন তিনি অষ্টম আকাশে যাচ্ছিলেন তখন তিনি মালিক নামে একজন ফেরেস্তা কে দেখলেন।তার মুখ হাসিতে ছিলনা।তিনি ছিলেন জাহান্নামের পাহারাদার।আপনি একটু এই বায়তুল মা'মুর মসজিদ ও মালিক ফেরেস্তা সম্পর্কে কিছু জানান।আমি আপনাকে সম্পুর্ন ভিডিও লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি


https://youtu.be/PX3rx_iPABU

ভালো থাকবেন
আসসালামু আলাইকুম
তামজিদ বিন মাহমুদ
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
৫ জুন, ২০২১
চট্টগ্রাম