আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৯২৮৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

মুমূর্ষু ব্যক্তিকে তালকীন (পড়ে শোনানো) করবে

لَا اِلٰهَ اِلَّا اللهُ مَحَمَّدُ رَّسُوْلُ اللهِ

লাা ইলাহা ইল্লাল্লাাহু মুহাম্মাদুর রসূলুল্লাাহ।

একমাত্র আল্লাহ তা’আলা ব্যতীত অন্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা’আলার রাসুল।

(সুনান তিরমিজি, হাদীস নং-৯৭৮, মুসলিম ১ : ৩০০,৯১৬)

حَدَّثَنَا أَبُو سَلَمَةَ يَحْيَى بْنُ خَلَفٍ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ المُفَضَّلِ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ يَحْيَى بْنِ عُمَارَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ» وَفِي البَاب عَنْ أَبِي هُرَيْرَةَ، وَأُمِّ سَلَمَةَ، وَعَائِشَةَ، وَجَابِرٍ، وَسُعْدَى المُرِّيَّةِ وَهِيَ امْرَأَةُ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ.: «حَدِيثُ أَبِي سَعِيدٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ»

আবু সালামা ইয়াইইয়া ইবন খালাফ আল- বাসরী (রা:) ..... আবু সাঈদ খুদরী (সা.) সূত্রে নবী (সা.) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের মৃত্যুমুখীদের لااله الا الله পড়ে শোনাও। এ বিষয়ে আবু হুরায়রা, উম্মু সালামা, আয়েশা, জাবির ও সু’দালমুরীয়া-তালহা ইবন উবাইদুল্লাহ (রা.)-এর স্ত্রী (রা.) থেকে ও হাদীছ বর্ণিত আছে। সুনান তিরমিজি, হাদীস নং-৯৭৮

হাদীসে লাা ইলাহা ইল্লাল্লাাহু এসেছে আর আপনারা দোয়াতে লাা ইলাহা ইল্লাল্লাাহু মুহাম্মাদুর রসূলুল্লাাহ যোগ করেছেন, এটা কীভাবে ?
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ইফতা বিভাগ
৩০ সেপ্টেম্বর, ২০২১
ঢাকা
#৮০১১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম , দুঃখিত একাধিক প্রশ্ন করবার জন্য। আমি ৪ টা প্রশ্ন করবো ।
১। একবার আমি মসজিদে জামাতে নামাজ পড়ছিলাম , আমার সামনে একজন নামাজ পড়ছিল , আমি যথাসম্ভব সরে সরে সিজদা দিচ্ছিলাম। কিন্তু সিজদা থেকে মাথা তুলে দেখি আমি যেখানে সিজদা করছি ঠিক তার সামনেই তার পা , এখন এতে কি শিরক হবে?
২। দ্বিতীয় প্রশ্ন হলো , প্রবৃত্তির অনুসরণ করলে তো কবিরা গুনাহ হতে পারে , কিন্তু শিরক কি হয়?
৩। তৃতীয় প্রশ্ন আমার অনেক সময় সাধারণ সাধারণ কাজ করলে কেনো জানি আমার মন বলে উঠে যে শিরক করছি , নাউজুবিল্লাহ । এখন প্রশ্ন হলো কি শিরক নিয়েও ওয়াসওয়াসা দেয়?
৪। বাসায় doorbell রাখা কি জায়েজ? আমাদের বাসার doorbell তিমি মাছ এবং প্রজাপতির আকৃতির ।
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ইফতা বিভাগ
১৪ আগস্ট, ২০২১
ঢাকা