আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

২য় রাকাতের পর ভুলে দাঁড়িয়ে গেলে করণীয়

প্রশ্নঃ ৯৩০৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি চার রাকাত ফরজ নামাজের নিয়ত করেছি, ২ রাকাত পড়ে বসা ওয়াজিব, এমত অবস্থায় আমি না বসে ভুলে দাঁড়িয়ে যেতে চাইলাম। সাথে সাথে মোক্তাদিরা লোকমা দিল।এখন আমার প্রশ্ন হচ্ছে কতটুকু দাঁড়ালে সাহু সিজদা ওয়াজিব হবে? সম্পুর্ণরূপে দাঁড়ালে?, নাকি দাঁড়ানোর কাছে হলে? নাকি মাটি থেকে হাঁটু উঠিয়ে ফেললে?কুরআন ও হাদীসের আলোকে জানালে উপকৃত হব।

৪ জানুয়ারী, ২০২৫
সাতবাড়িয়া

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


দ্বিতীয় রাকাাআতে আত্তাহিয়্যাতু এর জন্য না বসে ভুলক্রমে দাঁড়াতে থাকলে যদি দাঁড়ানোর কাছাকাছি হয়ে যায়, তাহলে ফিরে এসে বসার প্রয়োজন নেই। বরং নামাজ চালিয়ে যাবে নামাজ শেষে সাজদাহ সাহূ করে নেবে।
আর যদি তার অবস্থান এমন হয় যে, তিনি বসার কাছাকাছি, সে ক্ষেত্রে বসে আত্তাহিয়্যাতু পড়ে নিলে সাজদাহ সাহূ লাগবে না।
জমিন থেকে হাঁটু পৃথক হওয়া অথবা পৃথক না হওয়া এই দিয়ে মূল্যায়ন করা মুশকিল। কেননা অনেক মুসল্লী বসার কাছাকাছি থাকতেই জমিন থেকে হাঁটু পৃথক হয়ে যায়।

سَهْوُ الإِْمَامِ أَوِ الْمُنْفَرِدِ عَنِ التَّشَهُّدِ الأَْوَّل:
15 - مَنْ سَهَا عَنِ التَّشَهُّدِ الأَْوَّل، فَسَبَّحَ لَهُ الْمَأْمُومُونَ أَوْ تَذَكَّرَ قَبْل انْتِصَابِهِ قَائِمًا لَزِمَهُ الرُّجُوعُ، وَإِنِ اسْتَتَمَّ قَائِمًا لاَ يَعُودُ لِلتَّشَهُّدِ لأَِنَّهُ تَلَبَّسَ بِرُكْنٍ وَيَسْجُدُ لِلسَّهْوِ. لِحَدِيثِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ - رَضِيَ اللَّهُ عَنْهُ - قَال: قَال رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا قَامَ الإِْمَامُ فِي الرَّكْعَتَيْنِ، فَإِنْ ذَكَرَ قَبْل أَنْ يَسْتَوِيَ قَائِمًا فَلْيَجْلِسْ، فَإِنِاسْتَوَى قَائِمًا فَلاَ يَجْلِسْ، وَيَسْجُدُ سَجْدَتَيِ السَّهْوِ. (1) وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُحَيْنَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فَقَامَ فِي الرَّكْعَتَيْنِ فَسَبَّحُوا، فَمَضَى، فَلَمَّا فَرَغَ مِنْ صَلاَتِهِ سَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ سَلَّمَ (2)
وَهَذَا قَوْل جُمْهُورِ الْفُقَهَاءِ مِنَ الْحَنَفِيَّةِ وَالْمَالِكِيَّةِ وَالشَّافِعِيَّةِ وَالْحَنَابِلَةِ (3) .

—আল মাওসূআ আল ফিকহিয়্যাহ

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন