আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১০০৩৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি গ্রামে থাকি। কিছু দিন আগে আমাদের গ্রামে এক ব্যক্তির উপর জ্বিনে আছর করেছে। তাকে কবিরাজের কাছে নেওয়া হয়। কবিরাজ তাকে চিকিৎসা করে এবং বলে এই সমস্যার একটাই সমাধান আছে সেটা হল বাড়িতে গানের ( গাজির গান, মনসা গান,ইত্যাদি) আসর বসাতে হবে। আর একটু বলতে চাই সেটা হল আরও কয়েক মাস আগে অন্য এক ব্যক্তির সাথেও এরকম ঘটনা ঘটে এবং গানের আসর বসানোর পর সুস্থ হয়ে যাই।
এখন আমার প্রশ্ন হল এটা সমস্যা সমাধানের নিমিত্তে মানলে কি শিরক হবে কি না। বা ইসলাম এটা সমথর্ন করে কিনা। এটা দেওয়া যাবে কি না সমস্যা সমাধানের জন্য।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৭ নভেম্বর, ২০২১
৩J৪F+২QH