আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১০০৯৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম, আশা করি ভালো আছেন।আমি একটি মাসআলা জানতে ইচ্ছুক। সুতরাং সেটা যদি জানতে পারি অনেক খুশি হবো। মাসআলাটি হলো এই- এক আলেম কোরআন হাদিসের আলোকে জীবন যাপন করার চেষ্টা করে, গোনাহের কাজ করেনা। আরেক জন আলেম কোরআন হাদিসের আলোকে জীবন যাপন করার চেষ্টা করে আবার শয়তানের ধোঁকায় পড়ে গোনাহের কাজ করে কিন্তু পরে বুঝা আসলে তাওবা করেনে। এখন আমার জানার বিষয় হলো, উভয়ে আল্লাহর নিকট গ্রহণযোগ্যতা কতটুকু রাখে?

৭ নভেম্বর, ২০২১
ফটিকছড়ি

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




আপনাকে যদি কোন ব্যক্তি এমন দুটো কাপড় থেকে একটিকে বেছে নেয়া অধিকার দেয়, যে দুটোর একটি হল সম্পূর্ণ নতুন, অব্যবহৃত অর্থাৎ এটা এখনো কেউ ব্যবহার করেনি এবং তার মধ্যে কোন ময়লাও লাগেনি এবং ধোঁয়ারও প্রয়োজন হয়নি! আর অন্যটি কাপড়টি পরিষ্কার, তবে তা কয়েকবার ব্যবহৃত হয়েছে এবং ময়লা লেগেছিল, তবে তা সাবান আর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়েছে! এখন আপনি বলুন আপনার কাছে কোনটা অধিক গ্রহণযোগ্য হবে? অবশ্যই ওই নতুন কাপড়টি যার মধ্যে কোন ময়লাও লাগেনি এবং ধোয়ারও প্রয়োজন হয়নি! ঠিক তেমনিভাবে মানুষের অন্তরও এমন, যা সম্পূর্ণ স্বচ্ছ এবং পরিচ্ছন্ন থাকে! যখন কেউ গুনাহ করে তার মধ্যে ময়লার মত একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, ময়লা পড়ে! তওবা-ইস্তেগফার নামক সাবান ও পানি দ্বারা যখন তাকে ধৌত করা হয় এবং এই ইস্তেগফার যদি আল্লাহ তায়ালার দরবারে কবুল হয় তাহলে ওই অন্তর পুনরায় পরিচ্ছন্ন হয়ে যায়! তবে যে অন্তর পূর্ব থেকেই কলুষমুক্ত, পরিচ্ছন্ন, তাকওয়ার আলোয় আলোকিত সেটা কি এই অন্তর থেকে আল্লাহ তায়ালার দরবারে অধিক গ্রহণযোগ্য হবে না? যার মধ্যে কিছু সময়ের জন্য হলেও গুনাহের অন্ধকার সৃষ্টি হয়েছিল!

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন