আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১০০৮২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, করোনার সময় সতর্ক থাকতে সবাইকে হাত ধুতে বলা হইছে, মাস্ক পরতে বলা হইছে। কিন্তু অনেকেই বলে কেউ যদি এরকম করে তাহলে নাকি শিরক হবে।অবশ্যই সবকিছুর মালিক আল্লাহ কিন্তু আমি যদি সতর্ক থাকার জন্য হাত ধুই কিংবা মাস্ক পরি তাহলে কি শিরক হবে?

৬ নভেম্বর, ২০২১
খুলনা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




দুনিয়া দারুল আসবাব, এখানে মানুষ উপায় গ্রহণ করার মাধ্যমেই জীবন ধারণ করে থাকে, সাহাবা একরাম ও স্বয়ং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম পৃথিবীতে থাকা অবস্থায় পৃথিবীর নিয়মানুসারে বিভিন্ন উপায় এবং মাধ্যমগুলো গ্রহণ করেছিলেন! ঠিক তেমনিভাবে বিভিন্ন মহামারীর ক্ষেত্রেও রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম সাহাবাদেরকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছিলেন! সবকিছু করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ তায়ালা, তাহার হুকুম ছাড়া কোন কিছুই হয় না, সুস্থতা-অসুস্থতার মালিক একমাত্র তিনিই, তাঁর উপর এরূপ পূর্ণ বিশ্বাস রেখে, সুন্নত হিসেবে কেউ যদি সর্তকতা অবলম্বন করে এটা শিরিক হবেনা না বরং হাত ধোয়া তো এটা ইসলামের এমন একটা বিধান ইসলাম আজ থেকে দেড় হাজার বছর আগে এটা শিখিয়ে গেছেন বরং শুধু হাত 'ই নয় ইসলাম তো কুলি করা, নাকি পানি দেয়াসহ পূর্ণাঙ্গ ওযু শিখিয়ে গেছেন আজ থেকে 15 শত বছর আগে, দেড় হাজার বছর পর্যন্ত বিজ্ঞান রিচার্জ করে মাত্র মুসলমানদের প্রথম শিক্ষা তথা হাত ধোয়ার ফায়দা এবং তার উপকার পর্যন্ত পৌঁছতে পেরেছে, কিন্তু মুসলমানদের এরপরের বিধানগুলোর আরো ফায়দা পর্যন্ত বিজ্ঞানের আরো কত হাজার বছর লেগে যাবে তা আল্লাহই ভাল জানে! সুতরাং সর্তকতা হিসেবে হাত ধোয়া এবং পরিচ্ছন্ন থাকা এটা শিরিক নয়! এটাকে যারা শিরিক বলে শিরিক সম্পর্কে এটা তাদের অতিরঞ্জন ও বাড়াবাড়ি, যা ঠিক নয়!

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর