আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

অমুসলিম পিতামাতার সাথে মুসলিম সন্তানের আচরণ

প্রশ্নঃ ১০৩০৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একজন হিন্দু ধর্মাবলম্বী ছেলে যদি ইসলাম ধর্ম গ্রহন করে তাহলে সে কি তার পরিবারের সাথে সময় কাটাটে পারবে & তার মায়ের হাতে রান্না করা জিনিস কি খাওয়া ঠিক হবে এবং কি জবাই করা মুরগির মাংস কি রান্না করলে খাওয়া জায়েয হবে?

১৮ অক্টোবর, ২০২৩
লক্ষ্মীছড়ি

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


হ্যাঁ! সে তার পরিবারের সাথে দেখা-সাক্ষাত এবং যোগাযোগ রক্ষা করতে পারবে।
মা-বাবা অমুসলিম হলেও সন্তান তাদের সঙ্গে সদাচরণ করবে। আল্লাহর অবাধ্যতার প্রশ্ন না থাকলে তাদের নির্দেশ মান্য করবে। ঈমান ও ইসলামের হুমকি না থাকলে অমুসলিম মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। কেননা রাসুলুল্লাহ (সা.) তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছেন। আসমা বিনতে আবি বকর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.)-এর যুগে আমার মা রাগিবা (অমুসলিম) আমার কাছে এলেন। আমি রাসুল (সা.)-কে জিজ্ঞেস করলাম, তার সঙ্গে কি আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখব? তিনি বললেন, হ্যাঁ।’ (সহিহ বুখারি, হাদিস : ৫৯৭৮)

হাদিস শরিফে ইরশাদ হয়েছে রাসুলুল্লাহ (সা.) অমুসলিমদের দাওয়াত গ্রহণ করেছেন। তাদের রান্নাকরা খাবার খেয়েছেন এবং তাদের দেওয়া উপহারও গ্রহণ করেছেন। (বুখারি, হাদিস: ২৬১৫)
সুতরাং হিন্দু কিংবা অন্যান্য ধর্মাবলম্বীদের রান্নাকরা খাবার যেমন, মাছ-মাংস তরকারি ইত্যাদি খাওয়া জায়েজ। তবে র্শত
হলো, যেন কোনোভাবেই হারাম না হয়। এবং তাদের কোনো প্রতিমা বা উপাস্যের নামে উৎস্বর্গিত না হয়।

তবে তাদের হাতের জবাই করা জিনিস আহার করা যাবে না। কিন্তু যদি কোনো মুসলিমের জবাইকৃত প্রাণীর মাংস তারা রান্না করে তাহলে ওপরোক্ত শর্তসাপেক্ষে তা আহার করা জায়েজ।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন