আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৭৩৬৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোরআন শরীফে কতজন ফেরেশতার নাম আছে এবং তা কি কি?

১৫ জুলাই, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ফেরেশতাদের সংখ্যা অগণিত।

কিছু উলামায়ে কিরাম কাজের উপর ভিত্তি করে ফেরেশতাদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করে থাকেন। যাদের মধ্যে চারজন উচ্চমর্যাদার ফেরেশতা বলা হয়ে থাকে।

1. হামালাত আল-আরশ: যেসমস্ত
ফেরেশতা আল্লাহর আরশ ধরে রাখে।

2. জিবরাইল [আ.]: আল্লাহর দূত ও সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। এই ফেরেশতার নাম তিনবার কুরআন শরীফে উল্লেখ করা হয়েছে (সূরা ২:৯৭; ৯৮, ৬৬:৪
সূরা ১৬:১০২ )
আল্লাহর আদেশ-নিষেধ এবং সংবাদ আদান-প্রদানের দায়িত্ব তারই। আল্লাহর নবীদের নিকট ওহী নিয়ে আসতেন তিনি।

3. মিকাইল [আ.]: কুরআনের ২:৯৭
আয়াতে এই ফেরেশতার নাম উল্লেখ
করা হয়েছে। ইনি বৃষ্টি ও খাদ্য
উৎপাদনের দায়িত্বপ্রাপ্ত।

4. ইসরাফিল [আ.]:এই ফেরেস্তা
কিয়ামত বা বিশ্বপ্রলয় ঘোষণা করবেন।
তার কথা কুরআন শরীফে বলা না হলেও
হাদিসে উল্লেখ করা হয়েছে।

5. আজরাইল [আ.]:
তাকে কুরআনে মালাক আল-মাউত
নামে অভিহিত করা হয়েছে।
ইনি মৃত্যুর ফেরেশতা ও প্রাণ হরণ করেন।

6. সাতটি বেহেশতের ফেরেশতাগণ।

7. হাফাজা বা তত্ত্বাবধায়ক ফেরেশতাগণ।

8. মুনকার ও নাকীর: কবরে প্রশ্নকারী ফেরেশতাগন।

9. বিশেষ ফেরেশতা কিরামান কাতিবীন যারা মানুষের ভালো-মন্দ কাজের হিসাব রাখেন।

10. মালিক: জাহান্নাম তত্ত্বাবধানকারী ফেরেশতা।

11. রেদওয়ান: জান্নাত তত্ত্বাবধানকারী ফেরেশতা।

12. জাবানিয়া: জাহান্নামে দায়িত্ব পালনকারী ফেরেশতাগণ।

13. নিয়ম শৃংখলা পালনকারী ফেরেশতাগণ।

কোরআনে সরাসরি যেসব ফেরেশতার নাম এসেছেঃ

১- জিবরাইল [আ.] সুরা বাকারার ৯৭-৯৮
নং আয়াত

২- মিকাইল [আ.]- সুরা বাকারার ৯৭-৯৮
নং আয়াত

৩- মালাকুল মাউত বা আজরাইল [আ.]
তাকে কুরআনে মালাকুল মাউত নামে অভিহিত করা হয়েছে। সুরা সাজদাহ।

৪- মালিক আঃ। সূরা আয-যুখরফের ৭৭ নং আয়াত

৫ ও ৬ - হারূত (আঃ) ও মারূত (আঃ)
( সুরা বাকারার ১০২ নং আয়াত )

৭- কারও কারও মতে রা'দ একজন ফেরেশতা।
সুরা র'আদ।

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর