আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১৩২৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রাস্তায় পানিপথে মউত হলে সয়ং আল্লাহ নিজে জান কবজ করবে।এ কথাটা কতটুকু যুক্তিসম্মত। কোন কোরআন হাদিসের দলিল আছে কি? থাকলে কোন হাদিস ও আায়াত উল্লেখ করলে ভালো হয়।

১৪ ডিসেম্বর, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





মুহতারাম, 'আল্লাহর রাস্তায় পানিপথে মউত হলে সয়ং আল্লাহ নিজে জান কবজ করবেন' এরকম কোনকিছুর উল্লেখ কুরআনে হাদীসে আসেনি।
আল্লাহ্‌ নিজে জান কবজ করবেন এ মর্মে কিছুই বর্ণিত হয়নি। এরকম আকীদা পোষণ করা জায়েয নেই।
জান কবযের জন্য নির্ধারিত ফিরিশতা হচ্ছেন মালাকুল মউত। তিনিই মৃত্যুর ফেরেশতা যাকে আল্লাহ্‌ মাখলুকের জান কবযের জন্য নিয়ােজিত করেছেন।
কুরআনে কারীমে এসেছে,

۞ قُلْ يَتَوَفَّاكُم مَّلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَىٰ رَبِّكُمْ تُرْجَعُونَ

বলে দাও, মৃত্যুর যে ফেরেশতাকে তােমাদের জন্য নিয়ােজিত করা হয়েছে, সে তােমাদেরকে পুরােপুরি উসুল করে নেবে। অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে। (সাজদা-১১)

অতএব, এটি একটি ভিত্তিহীন বর্ণনা। হাদীসের নির্ভরযোগ্য কোনো কিতাবে এ বর্ণনা নেই। এর দালীলীক কোনো ভিত্তি নেই। এ ধরনের ভিত্তিহীন বর্ণনা প্রচার করা গুনাহের কাজ। এ থেকে বিরত থাকা আবশ্যক।

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন