আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

সুন্নত তরিকায় বিয়ে হলে ৫টা ফযিলতের হাদীস সহীহ কিনা?

প্রশ্নঃ ৩৮৫০০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি এই রকম শুনেছি যে, সুন্নত তরিকায় বিয়ে হলে ৫টা ফযিলত। ১/তাদের মধ্যে মহাব্বত পয়দা হবে। ২/আল্লাহ জান্নাতে তাদের বিয়ে দিবেন। ৩/তার ৭পিরি মানুষ হেদায়াত দিবেন। ৪/ ৩১৩ জোড়া হাদিয়া দিবেন। ৫/আল্লাহ তাদের বিয়ের ডেকুরেসন নিজ কুদরতি হাতে করবেন।।। এই গুলি কতটুকু সত্যি একটু বলবেন।

২০ আগস্ট, ২০২৩
বড়শালঘর

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


মুহতারাম, সুন্নত তরিকায় বিবাহের প্রশ্নোক্ত ফযিলতের ১ম টি হাদীস দ্বারা প্রমাণিত। কিন্ত পরবর্তী চারটি তাহকীক করে হাদীসের নির্ভরযোগ্য কিতাবাদিতে পাওয়া যায়নি। সুত্রহীন এবং সূত্রের বিশুদ্ধতা-আমলযোগ্যতা যাচাই ব্যতিরেকে এসব ফযিলত গ্রহণীয় নয়। তাই ভিত্তিহীন ও অপ্রমাণিত এসব ফযিলত বলা ও প্রচার করা জায়েয হবেনা।


১ম ফযিলতের হাদীস দ্রষ্টব্যঃ

بَاب مَا جَاءَ فِي فَضْلِ النِّكَاحِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ عَنْ طَاوُسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَمْ نَرَ لِلْمُتَحَابَّيْنِ مِثْلَ النِّكَاحِ

১৮৪৭। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দু'জনের পারস্পরিক ভালবাসার জন্য বিবাহের মত আর কিছু নেই।

কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজা' রহঃ (সুনানে ইবনে মাজা')
হাদীস নং: ১৮৪৭ আন্তর্জাতিক নং: ১৮৪৭
তাহকীকঃ বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
বর্ণনাকারীঃ আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ)(মৃত্যুঃ ৬৮ হিজরী)

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন