আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#২৩৬২৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি একজন প্রাইমারি ক্সুল শিক্ষিকা।আমি আমার স্বামীর প্রয়োজনে বেতনের এগেইনষ্টে ৫০০০০০ টাকা লোন করি।বেতন থেকে সুদ সহ কিস্তি কেটে নেয়। সুদের ভয়াবহতা সমন্ধে আমার জ্ঞানের অভাব ছিল।এখন আমার স্বামী মারা গেছে। আমার অন্য কোন উপায় এই মূহূর্তে পাচ্ছি না যে, টাকা জোগার করে পরিশোধ করে তাড়া
তাড়ি সুদ থেকে বাচবো।মাসে মাসে কর্তন করে পরিশোধ হচ্ছে। এছাড়াও কিছু সুদের লোন আমার স্বামীর করা আছে।সেগুলো আল্লার ইচ্ছায় হালাল উপায়ে কিছুকিছু পরিশোধ করার তৌফিক আল্লাহ দিচ্ছেন।এখন আমি পরামর্শ চাচ্ছি, আমার বেতন থেকে যে সুদ সহ টাকা কেটে নিচ্ছে। এভাবে পরিশোধ হওয়া পর্যন্ত চলমান থাকলে রহমানুর রাহীম কি আমাকে ক্ষমা করবেন না?

আমি কি করবো? যদি আমাকে বুঝিয়ে বলতেন!আমি এজন্য খুব পেরেশানিতে আছি।আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতের পথ সহজ করুণ।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৬ অক্টোবর, ২০২২
টাঙ্গাইল
#২৩৫০০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
মুহতারাম রিযিক ব্যপারটা নিয়ে একটু বিভ্রান্তির মধ্যে আছি। দয়া করে আমাকে একটু বুঝিয়ে দিন।

আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাকে এখন অনেক ভালো রেখেছেন। কোনো কিছুর কমতি রাখেননি তিনি।
এখন কিছু মানুষ বলছেন যে এই আরাম বেশিদিন থাকবে না। সামনে কঠিন দুর্ভিক্ষের দিন আসতেছে তাই এখন থেকে সঞ্চয় করো বেশি বেশি আর কৃষি কাজ, হাস মুরগী পালা শিখো যেনো দুর্ভিক্ষের সময় নিজের টা নিজে করে খেতে পারো।
শহরে থেকে এগুলো করা কঠিন আবার নিজস্ব কোনো জমি জমাও আমার নেই। এগুলো চিন্তা করে মানসিক পেরেশানিতে আছি।

এখন জানতে চাচ্ছি যে,
আল্লাহ আমাকে এখন এতো ভালো রেখেছেন। দুর্ভিক্ষের সময় ও তিনি আমাকে না খাইয়ে রাখবেন না এ চিন্তা করে নিশ্চিন্ত থাকবো নাকি জমি জমা চাষ বাসের কাজ খুজবো? ভবিষ্যতে আমার রিযিক কমে যাবে এই ভয় টি কি শয়তানের তরফ থেকে আসতেছে না? আমার করণীয় কি?
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
১৪ অক্টোবর, ২০২২
ঢাকা