আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ২৩০১০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত আমার প্রশ্ন হল আমি স্টুডেন্ট হ্যাঁ আমার বয়স হলো ১৫ বছর আমি যদি আমার বাসায় যদি শর্ট প্যান্ট পড়ে থাকি যেরকম থ্রি কোয়ার্টার যদি পড়ি তাহলে কি আমার গুনাহ হবে

২ অক্টোবর, ২০২২
টঙ্গী

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





পুরুষের সতর হল নাভি থেকে হাটু পর্যন্ত।
সতর খোলা রাখা যেমন না জায়েয, তেমনি আরেকজনের সতর দেখাও জায়েয নেই।

عن أبي سعيد رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم قال: «لا يَنظر الرَّجُل إلى عَوْرَة الرجل، ولا المرأة ُإلى عَوْرَة المرأة،ِ ولا يُفْضِي الرَّجُلُ إلى الرَّجُل في ثوب واحد، ولا تُفْضِي المرأةُ إلى المرأةِ في الثوب الواحد».

[صحيح] - [رواه مسلم]

আবূ সাঈদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “এক পুরুষ আরেক পুরুষের সতরের দিকে তাকাবে না এবং এক নারীও আরেক নারীর সতরের দিকে তাকাবে না। এক কাপড়ে কোনো পুরুষ অন্য পুরুষের সাথে শোবে না এবং কোনো নারীও অন্য নারীর সাথে এক কাপড়ে শোবে না।”

কাজেই ঘরে থাকা অবস্থায়ও যেহেতু সামনে অন্য মানুষ থাকে যদিও তারা মাহরাম হোক; তাই ঘরে থাকা অবস্থায়ও হাটু উন্মুক্ত হয়ে যায় পুরুষের জন্য এমন পোশাক পরিধান করা জায়েজ নাই।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন