আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মেয়েরা বাবার সম্পত্তিতে টাকা পাবে না?

প্রশ্নঃ ১০২৮৮৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবার মৃত্যু তারিখ ২৭ নভেম্বর ২০১৩ ইংরেজি, বাবার ১টি ব্রিকফিল্ডে শিয়ার আছে। প্রতি ৩ মাস পরপর ১লাখ ২০হাজার টাকা আসে বছরে ৪ লাখ ৮০ হাজার টাকা আসে, ভাইয়েরা ৪ভাগ অর্থাৎ ৩ ভাই ও মা সহ ৪ ভাগ করে টাকা নিয়ে নেয়।৩ মেয়েকে কোনো টাকার ভাগ দেয় না,মেয়েরা নাকি টাকার ভাগ পাবে না ভাইয়েরা বলে, মেয়েরা ভাগ চাইলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। ইসলামের দৃষ্টিতে যুক্তিকতা কি, ওয়ারিশগণ ৩ ছেলে ৩ মেয়ে ১ মা। রক্তের সম্পর্ক রক্ষা করতে না পারলে মেয়েদের গুনাহ হবে কি।

১২ মে, ২০২৫
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী!
আপনার ভাইদের কথা মোটেও সঠিক নয়। বরং সাধারণভাবে পিতার সম্পত্তিতে ছেলে মেয়ের দ্বিগুণ পায়। অর্থাৎ কোনো ছেলে যদি পিতার সম্পত্তি থেকে ১০০ টাকা পায় তাহলে সেখানে একজন মেয়ে ৫০ টাকা (দুইজন ১০০ টাকা) পাবে।

মেয়েদের জন্য পিতার সম্পদ নেওয়া ভালো নয়, মেয়েরা টাকার ভাগ পাবে না, মেয়েরা ভাগ চাইলে সম্পর্ক নষ্ট হয়ে যায়-মর্মে লোকমুখে যা প্রচলিত আছে সেটা সম্পূর্ণই ঠকবাজি কথা। মূলত পিতার সম্পদ থেকে মেয়েদের/বোনদের বঞ্চিত করতেই এজাতীয় কথার অবতারণা করা হয়েছে। ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই।

সন্তান হিসেবে ছেলে যদি পিতার সম্পদের ভাগ নিতে পারে তাহলে মেয়ে কেন পারবে না? সম্পত্তি বণ্টন করে নেওয়ার পর (শুধু সম্পত্তি নেওয়ার কারণে) যদি পিতার দুই ছেলের মধ্যে সুসম্পর্ক বহাল থাকে তাহলে মেয়েদের বেলায় কেন সম্পর্ক নষ্ট হওয়ার প্রশ্ন আসবে? উভয়ে তো একই পিতার ঔরষ থেকে জন্ম!??

অনেকে আবার বোনদের বিয়ের খরচ এবং যৌতুকের ধোঁয়া তুলেও বোনদের মাহরুম করতে চায়। এটা মোটেও জায়েজ হবে না। কেননা যদি পিতার জীবদ্বশায় সম্পদ খরচ করার কিংবা নষ্ট করার বিষয় আসে তাহলে সেখানে বাস্তবতা হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই ছেলেরা বাবার সম্পদ নষ্ট করে বেশী। সেই তুলনায় মেয়েরা খুবই অপ্রতুল।

আর মেয়েদের/বোনদের বিয়ের যৌতুক (যা নেওয়া সম্পূর্ণ হারাম) সেটা বোনদের দেয়া হয়নি! সেটা মেয়েরা নেয়নি। বরং সেটা তাদের ‘ভিক্ষুক স্বামী’ এবং তার লোভী পরিবারকে দিয়েছেন। সেটার দায় বোনদের ওপর বর্তাবে কেন?

কজেই এজাতীয় কথা বলে বোনদের যারা বঞ্চিত করবে কেয়ামতের মাঠে তারা ভয়াবহ আজাবের সম্মুখিন হবে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন।

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বাবার সমুদয় সম্পর্কে আপনারা নিম্নবর্নিত হারে শরীক হবেন,
আপনাদের মা:-----------------১৬.৬৬%,
প্রত্যেক ভাই-১৮.৫২% (* ৩=৫৫.৫৬%)
প্রত্যেক বোন-৯.২৬% (* ৩= ২৭.৭৮%)
মোট: -----------------------------১০০%

https://muslimbangla.com/sura/4/tafsir/11

والله اعلم بالصواب

সাইদুজ্জামান কাসেমি উস্তাজুল ইফতা ওয়াল হাদিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন