আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মুসাফাহার দোয়া

প্রশ্নঃ ১০৯২৫৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হল মুসাফাহ করার সময় আমরা যে দোয়া পড়ে থাকি এয়াগ ফিরুল্লাহু লানা অলাকুম এই দোয়াটি হাদিস শরীফে আছে কিনা না? থাকলে কার থেকে বর্ণিত হয়েছে হাওলা সহ জানাবেন।,

১ জুলাই, ২০২৫

XCWR+৭৮H

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী!
মুসাফাহা করার সময় আমরা যেই দু’আ
يَغْفِرُ اللهُ لَنَا وَ لَكُمْ
আল্লাহ তা’আলা আমাদেরকেও ক্ষমা করুন এবং আপনাদেরকেও ক্ষমা করুন।
-পড়ি হাদিসে সরাসির এই দোয়াটি বর্ণিত হয়নি। বরং হাদিসে-
মুসাফাহাকারীদের পরস্পরের জন্য মাগফিরাত তলবের কথা এসেছে।


حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنِ الأَجْلَحِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ فَيَتَصَافَحَانِ إِلاَّ غُفِرَ لَهُمَا قَبْلَ أَنْ يَفْتَرِقَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَبِي إِسْحَاقَ عَنِ الْبَرَاءِ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنِ الْبَرَاءِ مِنْ غَيْرِ وَجْهٍ وَالأَجْلَحُ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ حُجَيَّةَ بْنِ عَدِيٍّ الْكِنْدِيُّ .


বারা ইবনে আযিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ দুই মুসালিমের যখন সাক্ষাত হয় আর তারা পরস্পর মুসাফাহা করে তখন তাদের বিচ্ছিন্ন হওয়ার আগেই আল্লাহ্ তা’আলা তাদের (গুনাহ) মাফ করে দেন।

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بَلْجٍ، عَنْ زَيْدٍ أَبِي الْحَكَمِ الْعَنَزِيِّ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ فَتَصَافَحَا وَحَمِدَا اللَّهَ عَزَّ وَجَلَّ وَاسْتَغْفَرَاهُ غُفِرَ لَهُمَا " .


অর্থাৎ মুসাফাহার আদব হলো, দুজন মুসলিম সাক্ষাতে মুসাফাহা করবে,আল্লাহর প্রশংসা করবে এবং পরস্পরে একে অন্যের জন্য ইস্তিগফার করবে। (তিরমিযী - ২৭২৭ ও আবু দাউদ ৫১২১ )

হাদীসে বর্ণিত ইস্তিগফার কীভাবে করতে হবে, তার ব্যাখ্যায় হাদীসবিশারদগন يغفر الله لنا ولكم {য়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম} এর কথা বলেছেন।
যার সরল অর্থঃ আল্লাহ্‌ আমাদের উভয়কে ক্ষমা করে দেন।

আরো উৎস: (সহীহ বুখারী, হাদীস নং-৫৮২৯ , সুনান তিরমিজি, হাদীস নং-২৭২৭, আবু দাঊদ হাঃ ৫২১১, সুনান ইবন মাজা, হাদীস নং- ৩৭০৩)

উপকারিতাঃ
আমর ইবন আসিম (র) ......কাতাদা (রা) থেকে বর্ণিত । আমি আনাস (রাঃ) কে জিজ্ঞাসা করলাম: নবী (সা)-এর সাহাবীগণের মধ্যে কি মুসাফাহা করার রেওয়ায ছিল? তিনি বললেনঃ হ্যা । সহীহ বুখারী, হাদীস নং-৫৮২৯

সুফইয়ান ইবন ওয়াকী ও ইসহাক ইবন মানসূর (রহঃ), বারা ইবন আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: দুই মুসলিমের যখন সাক্ষাৎ হয় আর তারা পরস্পর মুসাফাহা করে তখন তাদের বিচ্ছিন্ন হওয়ার আগেই আল্লাহ্ তা’আলা তাদের (গুনাহ) মাফ করে দেন। সুনান তিরমিজি, হাদীস নং-২৭২৭

আবু বাকর ইবন আবি শায়বা (র)…… বারা ইবন আযিব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেনঃ- দুঁজন মুসলমান মিলিত হয়ে মুসাফাহা করলে, বিভিন্ন হওয়ার আগেই তাদের মাফ করে দেওয়া হয় । সুনান ইবন মাজা, হাদীস নং- ৩৭০৩

কাজেই যদি কেউ চায় এই দুয়াও পড়তে পারে। আবার চাইলে নাহমাদুল্লাহা ওয়া নাসতাগফিরুহু-ও পড়তে পারে।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ সাইদুজ্জামান কাসেমি
উস্তাজুল ইফতা ওয়াল হাদিস
জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

৮৫৭৪৫

ইল্লাল্লাহ জিকির করার বিধান


২০ জানুয়ারী, ২০২৫

কালিয়া

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি

৭৭৭৮৭

জিমেইল ফেসবুক আইডি বিক্রি প্রসঙ্গ


২১ ডিসেম্বর, ২০২৪

গাজীপুর

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি

৭৭১৪৪

নবীর কাছে উম্মতের গুনাহ পেশ করা হয়?


২৪ নভেম্বর, ২০২৪

HHMC+F৪৭ - Old Umm Al Quwain - Umm Al Quawain - সংযুক্ত আরব আমিরাত (AE)

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী শাহাদাত হুসাইন ফরায়েজী

৯০৪৯৮

ইমামের সাথে একজন /দুইজন মুকতাদী কিভাবে দাড়াবে?


২৪ ফেব্রুয়ারী, ২০২৫

Bethua

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী শাহাদাত হুসাইন ফরায়েজী

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy