আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ২০৭০৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাওহীদের উসিলায় এবং আল্লাহ তাআলার গুণবাচক নামের উসিলায় কি দোয়া করা যাবে?,

২৪ জুলাই, ২০২২

নবাবগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





আল্লাহর একত্ববাদ ও আল্লাহর গুণবাচক নামের উসিলা দিয়ে দোয়া করা জায়েয আছে। এ উভয়টি আমাদের ঈমানের জন্য অপরিহার্য বিষয়। যেসব জিনিস আমাদের ঈমানের জন্য অত্যাবশ্যক, তা দ্বারা উসিলা গ্রহণ করে দোয়া করা জায়েয আছে। আল্লাহ তায়ালা বলেন,
وَلِلّٰہِ الۡاَسۡمَآءُ الۡحُسۡنٰی فَادۡعُوۡہُ بِہَا ۪
আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম। কাজেই সে নাম ধরেই তোমরা ডাকো —আল আ'রাফ - ১৮০
এ আয়াতের তাফসীরে মুফাসসিরগণ লেখেন, আল্লাহর নামসমূহ দ্বারা উসিলা গ্রহণ করাও এ আয়াতের অন্তর্ভুক্ত।
আর হাদীস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এভাবে বর্ণিত হয়েছে,
اسالك بكل اسم هو لك سميت به نفسك
অর্থ: (হে আল্লাহ) আপনি নিজের জন্য যেসব নাম নির্বাচন করেছেন, তার উসিলায় আমি আপনার কাছে প্রার্থনা করছি। -মুসনাদে আহমদ, হাদীস নং, ৩৭১২ ও ৪৩১৮

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মুফতী সিরাজুল ইসলাম
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

২৫৩৭৩

আল্লাহ তাআলা সর্বপ্রথম কী সৃষ্টি করেন?


২২ নভেম্বর, ২০২২

ঢাকা

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

৩০২৪৯

আল্লাহর নামে মানুষের নামকরণ করার হুকুম


১৮ মার্চ, ২০২৩

রংপুর

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি

১০৯০২

কুরআনের ইংরেজী অনুবাদে He ব্যবহার প্রসঙ্গ


২৮ ডিসেম্বর, ২০২৪

ঢাকা ১২১২

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy