আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৩৯৩৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার নাম হচ্ছে :ফজলে রাব্বী, এর অর্থ কি??এবং এক শাইখের মুখ থেকে শুনলাম উচ্চারণটি ফাদলূ রাব্বী, সঠিক উচ্চারণটি কি ফাদলূ রাব্বী নাকি ফজলে রাব্বী ,নাকি উভয়টিই ঠিক??(ধন্যবাদ)

১৯ ফেব্রুয়ারী, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





উভয়টিই ঠিক। ফাদলু রাব্বী বলে এখানে তিনি আরবি হরফ ض -এর উচ্চারণ বাংলা বর্ণ “দ” দিয়ে প্রকাশ করেছেন এবং এটা নামের আরবীয় রূপ। আর যিনি ফজলে রাব্বী লিখেছেন আরবি হরফ ض -এর উচ্চারণ বাংলা বর্ণ “জ” দিয়ে প্রকাশ করেছেন এবং এটা নামের ফার্সিরূপ। উভয়টির অর্থই “আমার রবের দয়া”। তবে নাম হিসেবে আপনি ফজলে রাব্বি-ই লিখতে পারেন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর