কালেকশনের টাকা থেকে কালেকটরের যাবতীয় খরচ বহন করার বিধান
প্রশ্নঃ ২৩১৩২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মসজিদ পরিচালনা কমিটি অথবা কোন লোক মসজিদ নির্মাণ কাজের দানের টাকা কালেকশনের জন্য আগ্রহী হলে কালেকশনের টাকা থেকে যাতায়াত খরচ ( গাড়ী ভাড়া,হোটেল ভাড়া,খাবার খরচ) ইত্যাদি গ্রহণ করা যাবে কিনা? গ্রহণ করা গেলে তা কতটুকু পরিমাণ গ্রহণ করা যাবে? দয়া করে কোরআন হাদিসের আলোকে সিদ্ধান্ত দিলে কৃতজ্ঞ থাকব। ইনশাআল্লাহ।
১৮ মে, ২০২৪
কিশোরগঞ্জ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মসজিদ নির্মাণের জন্য টাকা কালেকশন স্বেচ্ছায় প্রণোদিত হয়ে করা উচিত। এর জন্য কোন বিনিময় কিংবা অতিরিক্ত খরচ করা সংগত নয়।
অবশ্য যিনি কালেকশন করবেন তিনি এর জন্য কোথাও যাতায়াত করতে হলে কিংবা কোথাও গিয়ে নাস্তা-খাবার গ্রহণ করতে হলে এর ন্যায় সঙ্গত খরচ মসজিদের তহবিল থেকে দেয়া যাবে।
যেমন মসজিদ নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী বাজার থেকে ক্রয় করে আনার সময় পরিবহন চার্জ ড্রাইভার ও লেবারদেরকে দিতে হয়। তদ্রুপ মসজিদের তহবিল সংগ্রহে নিয়োজিত ব্যক্তির যাতায়াত ভাড়া, নাস্তা-খাবারের ন্যায় সঙ্গত খরচ মসজিদের তহবিল থেকে দিতে বাধা নেই।
أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ حَدَّثَنَا خَالِدٌ عَنْ حُسَيْنٍ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنِّي فَقِيرٌ لَيْسَ لِي شَيْءٌ وَلِي يَتِيمٌ قَالَ كُلْ مِنْ مَالِ يَتِيمِكَ غَيْرَ مُسْرِفٍ وَلَا مُبَاذِرٍ وَلَا مُتَأَثِّلٍ
৩৬৬৯. ইসমাঈল ইবনে মাসউদ (রাহঃ) ... আমর ইবনে শুআয়ব (রাহঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণনা করেন, এক ব্যক্তি নবী (ﷺ) এর নিকট এসে বললোঃ আমি গরীব, আমার কিছুই নেই, আর আমার (দায়িত্বে) একজন ইয়াতীম রয়েছে। তিনি বললেনঃ তুমি ইয়াতীমের মাল হতে ভক্ষণ কর; কিন্তু অতিরিক্ত এবং বাহুল্য খরচ করো না, (নাহক খাবে না) আর নিজের জন্য মাল জমা করবে না।
—সুনানে নাসায়ী, ইফা নং ৩৬৬৯
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ فِي صَدَقَةِ عُمَرَ ـ رضى الله عنه ـ لَيْسَ عَلَى الْوَلِيِّ جُنَاحٌ أَنْ يَأْكُلَ وَيُؤْكِلَ صَدِيقًا (لَهُ) غَيْرَ مُتَأَثِّلٍ مَالاً، فَكَانَ ابْنُ عُمَرَ هُوَ يَلِي صَدَقَةَ عُمَرَ يُهْدِي لِلنَّاسِ مِنْ أَهْلِ مَكَّةَ، كَانَ يَنْزِلُ عَلَيْهِمْ.
২১৬৩। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ... আমর (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উমর (রাযিঃ) এর সাদ্কা সম্পর্কিত লিপিতে ছিল যে, মুতাওয়াল্লী নিজে ভোগ করলে এবং তার বন্ধু-বান্ধবকে আপ্যায়ন করালে কোন গুনাহ নেই; যদি মাল সঞ্চয় করার উদ্দেশ্যে না থাকে। ইবনে উমর (রাযিঃ), উমর (রাযিঃ) এর সাদ্কার মুতাওয়াল্লী ছিলেন। তিনি যখন মক্কাবাসী লোকদের নিকট অবতরণ করতেন, তখন তাদেরকে সেখান থেকে উপঢৌকন দিতেন।
—সহীহ বুখারী, ইফা নং ২১৬৩ (হাদীস নং ২৩১৩)
والله اعلم بالصواب
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৪
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১