আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ২৩৬২৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন প্রাইমারি ক্সুল শিক্ষিকা।আমি আমার স্বামীর প্রয়োজনে বেতনের এগেইনষ্টে ৫০০০০০ টাকা লোন করি।বেতন থেকে সুদ সহ কিস্তি কেটে নেয়। সুদের ভয়াবহতা সমন্ধে আমার জ্ঞানের অভাব ছিল।এখন আমার স্বামী মারা গেছে। আমার অন্য কোন উপায় এই মূহূর্তে পাচ্ছি না যে, টাকা জোগার করে পরিশোধ করে তাড়াতাড়ি সুদ থেকে বাচবো।মাসে মাসে কর্তন করে পরিশোধ হচ্ছে। এছাড়াও কিছু সুদের লোন আমার স্বামীর করা আছে।সেগুলো আল্লার ইচ্ছায় হালাল উপায়ে কিছুকিছু পরিশোধ করার তৌফিক আল্লাহ দিচ্ছেন।এখন আমি পরামর্শ চাচ্ছি, আমার বেতন থেকে যে সুদ সহ টাকা কেটে নিচ্ছে। এভাবে পরিশোধ হওয়া পর্যন্ত চলমান থাকলে রহমানুর রাহীম কি আমাকে ক্ষমা করবেন না? আমি কি করবো? যদি আমাকে বুঝিয়ে বলতেন!আমি এজন্য খুব পেরেশানিতে আছি।আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতের পথ সহজ করুণ।

১৬ অক্টোবর, ২০২২
টাঙ্গাইল

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




সুদের গুনাহ ও তার ভয়াবহতা সম্পর্কে জানতে নিচের রেফারেন্স উত্তরটি দেখুন।
আপনার জন্য করণীয় হলো যথা সম্ভব দ্রুত আপনার ঋণ পরিশোধ করে দেওয়া। সেটা সম্ভব হলো আপনার বেতনের বাইরে থেকেও করুন। আর আল্লাহ তায়ালা কাছে এই গুনাহের মাফির জন্য তাওবা করুন। আল্লাহ তায়ালা চাইলে মাফ করতেও পারেন সেটা তিনিই ভালো জানেন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন