আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৫২৫২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম হুজুর। আগের প্রশ্নের উত্তর পেয়েছি।শুকরিয়া।

আমি আমার এক আত্মীয়ার হয়ে প্রশ্ন করছি।তার কাছে বর্তমানে ফোন নেই। রীতিমতো কি করবে বুঝতে না পেরে আমাকে বিষয়টি বলার পর আমি তার সম্মতি নিয়েই জিজ্ঞেস করছি। সে এখন কলেজ পড়ুয়া। স্কুলে পড়াকালীন এক ছেলের সাথে সম্পর্ক ছিলো। এমনকি শারীরিক সম্পর্কও করেছে (নাউজুবিল্লাহ)।তখন তার আল্লাহর ভয় ছিলো না। কিন্তু বর্তমানে সে আল্লাহর রাস্তায় ফিরে এসেছে। শরয়ী পর্দা পালন করে,নামাজ আদায় করে,আল্লাহর ইবাদত করে যতটুকু সম্ভব হয়। সে তার ওই পাপ কাজের জন্য তওবা করেছে, এখনো আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চায়।আমার সামনেও সে খুব কান্নাকাটি করলো।সে যেদিন বুঝতে পেরেছিলো তাদের সম্পর্ক হারাম সেইদিন থেকেই সম্পর্ক রাখেনি। মেয়েটির বিয়ে ঠিক হয়েছে এক দ্বীনদার ছেলের সাথে। সে বিয়ে করতে চাচ্ছে সঠিকভাবে দ্বীন পালনের জন্য।

কিন্তু এখন প্রশ্ন হলো মেয়েটির সেই পাপ কাজের কথা মেয়েটির পরিবারও জানে না। এখন কি মেয়েটির উচিত হবু স্বামীকে, তার পরিবারকে সব বলা?

কিন্তু মেয়েটি চাচ্ছে না যে তাদের সবটা বলবে, যদি বিয়ে ভেঙ্গে যায়। মেয়েটির পরিবার জেনে ফেলে তার ওই পাপ কাজের কথা তখন মেয়েটির জন্য খুবই দুর্বিষহ হয়ে পড়বে পরিবারে থাকা।

সে আমাকে বলেছে কাউকেই কিছুই বলবে না।সবটা আল্লাহর উপর ছেড়ে দিবে!! আপনার মতামত কি হুজুর? তার এখন কি করা উচিত?

জাযাকুমুল্লাহ🤲
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী কাজী মিজানুর রহমান
১ এপ্রিল, ২০২১
টাঙ্গাইল
#৫১৮৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম। আমি একজন এর সাথে ঘনিষ্ঠ ভাবে সম্পর্কে জড়িত হয়ে যাই।আমরা দুজনেই বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়ছি।সম্পর্কের বছর খানেক পরেই আমরা জানতে পারি ইসলামে এসব নিসিদ্ধ।তাই আমরা যোগাযোগ বন্ধ করার চেস্টা করি।কিন্তু ব্যর্থ হই।কয়েক দিন থাকার পর আবার যোগাযোগ হয়ে যাই।বার বার চেষ্টা করার পরে ও পারছিনা।বিয়ে করার সিদ্ধান্ত নেয়া সম্ভব হচ্চেনা। আমি যাকে পছন্দ করি সে ইসলামের দিক থেকে যোগ্য হলে ও আমার পরিবার বা সমাজে নই।তাই পরিবার মেনে নিবেনা।যতটুক জানি মা বাবার সম্মতি ছাড়া বিয়ে হয়না।আর আমাদের বড় অবিবাহিত বোন আছে।আমাদের বিয়ে করার সিদ্ধান্ত নেয়ার আরো একটি কারণ হলো আমাদের ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছে হই।কিন্তু আমরা তা পারিনা।ফলে আমরা খারাপ ভিডিও দেখে ফেলি নিজের মনের অজান্তেই।আমদের পরিবার কে মানানোর চেস্টা ও করছি।কিন্তু মানেনি।এখন আমরা কি করতে পারি?আমদের কে এই ভদ্র সমাজের নামে যে অশ্লীলতা তা থেকে বাচান(দয়া করুন)।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৮ জুন, ২০২১
রামগতি