আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৪৯৯০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম শায়েখ।। কেউ যদি যিনায় লিপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে এবং আবার যদি যিনায় লিপ্ত হয়ে যায় জঘন্যতম যিনায়,,এরপর সে যদি খাটি মনে তওবা করে তাহলে আল্লাহ মাফ করবেন কি??মানে একবার তওবা করে ২য় বার আবার করে ঐ কাজ করে আবার তওবা করলে সেটি আল্লাহ কি কবুল করবেন???

৪ মার্চ, ২০২১
চট্টগ্রাম

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


وعلیکم السلام ورحمة الله وبركاته

তাওবাহ করে তাওবার উপর অটল অবিচল থাকার জন্য কিছু করণীয় আছে।
যে পরিবেশ ও যেসব বন্ধু-বান্ধবদের সংস্রবে গেলে গুনাহ বারবার হয়ে যায় তাদেরকে এড়িয়ে চলা। সেসব পরিবেশ বর্জন করা। সঙ্গে সঙ্গে নেক লোকদের সুহবত গ্রহণ করা। আল্লাহওয়ালা বুজুর্গ উলামায়ে কেরামের নাসীহাহ শ্রবণ করা। যার ফলে অন্তরে ঈমানের শক্তি সৃষ্টি হয়।তবেই আপনি আপনার তাওবার উপরে অটল থাকা সহজ হবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা ক্ষমাশীল। মহা ক্ষমাশীল। তিনি ক্ষমা করেন। সকল গুনাহ ক্ষমা করেন। মৃত্যুর বিভীষিকা ও কিয়ামত এর প্রকৃষ্ট আলামত সামনে আসার পূর্ব পর্যন্ত আল্লাহ সুবহানাহুওয়া তাআলা তওবার দরজা খোলা রাখবেন।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন