আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৫১১৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বয়স ১৮ বছর।দাড়ি উঠার পর থেকে কখনো দাড়ি কাটিনি।তাই একটু এলোপাথাড়ি হয়ে গেছে।এখন বিয়ে বাড়ি উপলক্ষ্যে কি দাড়ি size করা যাবে?যাতে করে একটু সুন্দর লাগে দেখতে।বি:দ্র:আমার দাড়ি এখনো এক মুষ্ঠি হয় নি

১৫ মার্চ, ২০২১
Gattia, Khulna, Bangladesh

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


এক মুষ্টির কমে দাড়ি কাটার কোন সুযোগ নেই।
যেহেতু এতদিন পর্যন্ত আল্লাহ তাআলার উপর ভরসা করে শয়তানের সঙ্গে মোকাবেলা করেছেন। এখন প্রবৃত্তির তাড়নায় আল্লাহর অবাধ্য হয়ে শয়তানকে খুশি করা কতটুকু যুক্তিসঙ্গত?
আল্লাহ তাআলা আপনাকে ঈমানী মজবুতি নসীব করেন। আমীন

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন